চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নেভাতে ২২টি অগ্নিনির্বাপণ গাড়ি ও ৮৫ দমকলকর্মী কাজ করছেন বলে জানিয়েছেন লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন দলের কমিটি সেক্রেটারি হাও পেং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে ‘চরম শিক্ষা নেওয়ার মতো’ একটি ঘটনা বলে তুলে ধরেছেন। তিনি দ্রুত আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এএফপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।