৫৩তম টেস্ট খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। দুই হাজার রানের মাইলফলক থেকে ৩৬ রান দূরে ছিলেন। মাইলফলক ছোঁয়ার দিনে ইনিংস টেনে নিলেন সেঞ্চুরিতেই। অবশেষে পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১২৪.৩ ওভারে মাধেভেরের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। ১৪৩ বলে তার ১০০ রানের ইনিংসটি সাজানো ১১টি চার ও ১টি ছক্কার সৌজন্যে। এই চট্টগ্রামেই প্রথম শতকটি করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন ২০২১ সালে। 

১২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৪০ রান। লিড ২১৩ রানের। মিরাজ ১০০ এবং হাসান মাহমুদ ০ রানে ব্যাট করছেন।

মিরাজকে সেঞ্চুরির অপেক্ষায় রেখে ফিরলেন তানজিম

এদিকে মিরাজ আছেন সেঞ্চুরির অপেক্ষায়, আগ্রাসী ব্যাটে সঙ্গ দিচ্ছিলেন তানজিম সাকিব। নিজেও ছিলেন ফিফটির পথে, তবে ব্যক্তিগত এই মাইলফলক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরতে হলে তাকে। ১২৩তম ওভারে মাধেভেরের বলে ফেরার আগে ৮০ বলে ৪১ রান করে তানজিম। 

রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ

মাসেকসার আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। রিভিউ নিলেন মিরাজ। পরে রিপ্লেতে দেখা গেলে তার ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল। তাই সিদ্ধান্ত পাল্টাতে হলো আম্পায়ারের। সে সময় ৮০ রানে ছিলেন মিরাজ।

মিরাজের ছক্কায় বাংলাদেশের লিড ২০০

১২১তম ওভারের প্রথম বলে মিরাজের ছক্কায় হাঁকিয়ে বাংলাদেশের লিড  দুইশ ছাড়িয়েছে। ৮ উইকেটে বাংলাদেশের রান ৪২৯। লিড ২০২ রান। মিরাজ ৯৫ রানে ব‌্যাটিংয়ে। তাকে সঙ্গ দেওয়া তানজিম সাকিবের রান ৩৫। দুজনের জুটি ৮৭ রানের।

চারশ’ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, লিড ১৭৭

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের

২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।

আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।

১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।

শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের