ফিলিপাইনের উত্তরাঞ্চলের অন্যতম একটি ব্যস্ত মহাসড়কের টোল গেটে একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দেওয়ার পর অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির 

পুলিশ জানায়, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। বাসটির কন্ডাক্টরকেও আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার শ্রম দিবসে পরিবারগুলো ভ্রমণরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুবিক-ক্লার্ক-তার্লাক এক্সপ্রেসওয়ে দিয়ে ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর মধ্যে শ্রমিকরা নিয়মিত চলাচল করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি পরিচালনাকারী কোম্পানি সলিড নর্থ বাসের অপারেশন স্থগিত করেছে ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়।

রেড ক্রস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় তিনটি এসইউভি ও একটি কনটেইনার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। 

ফিলিপাইনে প্রায়ই বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাস চালকদের মাদক গ্রহণের অনেক তথ্যও সামনে এসেছে। তবে বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কি না জানা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আহত ফ ল প ইন দ র ঘটন ত হয় ছ

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্যকে আসামির হাতুড়িপেটা

কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি। বর্তমানে ওই আসামি পুলিশি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম। 

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার পালপাড়া বাজারের কাছে আসামি আসিমি আশিক (২৫) দুই পুলিশের উপর এই হাতুড়ি হামলা চালায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার আমলা এলাকা থেকে সন্দেহভাজন আসামি আশিককে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানায় যাওয়ার আগেই পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মাঝে থাকা আসামি কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। এরপর মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 

পরে ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল আহত হয়েছে। আসামি পুলিশি হেফাজতে রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ