কয়েক বছর ধরে বলিউডে চলছে সিকুয়েল সিনেমার চল। জনপ্রিয় সব সিনেমা নতুন করে দর্শকের সামনে আনছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিনেমা ‘মুঝছে শাদি করোগি’। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটির সিকুয়েল আসছে। তবে সালমান-অক্ষয়কে আর দেখা যাবে না নতুন কিস্তিতে। তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন এ প্রজন্মের দুই তারকা কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান।
বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প
ছবি: হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া।