বিটিআইয়ের গ্রীষ্মকালীন বিক্রয় মেলা উদ্বোধন
Published: 3rd, May 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) উদ্যোগে ‘বিটিআই সামার সেলস কার্নিভ্যাল ২০২৫’ বা ‘গ্রীষ্মকালীন বিক্রয় মেলা ২০২৫’ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এ মেলা চলে রাত ৮টা পর্যন্ত। অনুষ্ঠানে রাজধানীতে আবাসন খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআই জানায়, মেলায় মূল আকর্ষণ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে বিটিআই নির্মিত ২০টি নতুন আবাসিক প্রকল্পের (রেসিডেনশিয়াল প্রজেক্ট) উদ্বোধন করা হয়। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এই প্রকল্পগুলো ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে আয়োজিত এক প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ই কে আর্কিটেকটসের স্থপতি এহসান খান, নকশাবিদের স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, প্র্যাক্সিস আর্কিটেকসের স্থপতি নাজলি হুসাইন প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ, স্থাপত্যের (আর্কিটেকচারাল) ধারণা, ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া বিটিআইয়ের আরও কিছু প্রকল্পের ওপর বিশেষ ছাড়, তাৎক্ষণিক ইন্টেরিয়র ডিজাইন পরামর্শ সেবা, সেকেন্ডারি প্রোপার্টি কেনাবেচা কিংবা ভাড়ার জন্য প্ল্যাটফর্ম এবং ‘হোম অ্যান্ড ডেকোর’ পণ্যের ওপর ছাড় নেওয়ার সুযোগ পেয়েছেন মেলায় অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বিটিআইয়ের হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ট আইয় র অন ষ ঠ ন ব ট আই
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ মে ২০২৫)
ছবি: সুপ্রিয় চাকমা