বছরজুড়েই রয়েছে বিদেশে স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফেলোশিপ, ইন্টার্নশিপসহ অনেক সুযোগ। এসব অবারিত সুযোগ কাজে লাগিয়ে আপনিও পড়াশোনা করার সুযোগ পেতে পারেন প্রিয় কোনো শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে। তার আগে আমাদের জেনে নিতে হবে কীভাবে আমরা এসব তথ্য পাব।
স্কলারশিপ

নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য একটি বৃত্তি আছে। এর নাম ‘এনএল স্কলারশিপ’। আগে এটি হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। 
সুযোগ-সুবিধা
এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৫ হাজার ইউরো করে পান।
অধ্যয়নের বিষয়
প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এনএল স্কলারশিপের আওতায় যে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পাবেন শিক্ষার্থীরা—
lগ্রোনিংগেন বিশ্ববিদ্যালয়
lইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডাম
lমাস্ট্রিচ্ট বিশ্ববিদ্যালয়
lভিইউ আমস্টারডাম
lরাডবাউড বিশ্ববিদ্যালয়
lডেলফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
lআইনডোহভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
lটোয়েন্টি বিশ্ববিদ্যালয়
lথিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যাপেলডোর্ন
lথিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় কাম্পেন
lঅ্যারেস ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস
lআমস্টারডাম ইউনিভার্সিটি অব দ্য আর্টস
lআর্টইজেড ইনস্টিটিউট অব দ্য আর্টস
lব্রেডা ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস
এর বাইরে আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে।  সেসবের তালিকা ওয়েবসাইটে  পাওয়া  যাবে
আবেদনের যোগ্যতা—
হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের কিছু মানদণ্ড পূরণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে আবেদনকারী শিক্ষার্থীদের। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ বৃত্তিতে আবেদন করা যাবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা হল্যান্ডে এনএল বৃত্তির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
https://www.

studyinnl.org/finances/nl-scholarship

ফেলোশিপ

যুক্তরাজ্য কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রতিবছর কমনওয়েলথভুক্ত নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য এই ফেলোশিপ প্রদান করে। নির্বাচিত ফেলোদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে।
আবেদনের সময়: জুন-জুলাই।
সুযোগ-সুবিধা:
দেওয়া হয় যুক্তরাজ্যে যাওয়া–আসার বিমান টিকিট এবং ভিসা প্রসেসিং ফি। জীবনযাপন খরচের জন্য মাসে মিলবে ২ হাজার ৫৭ ব্রিটিশ পাউন্ড। লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে ২ হাজার ৫৫৩ ব্রিটিশ পাউন্ড।
যোগ্যতা
প্রার্থীকে কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক অথবা শরণার্থী হতে হবে। আবেদনের সময় চাকরিরত অবস্থায় থাকতে হবে, যেন ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। থাকতে হবে স্নাতক ডিগ্রি।
বিস্তারিত 
https://cscuk.fcdo.gov.uk/ scholarships/ commonwealth-professional-fellowships-information-for-candidates/

ইন্টার্নশিপ

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারীদের সুযোগ দেয় ইন্টার্নশিপের। এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেসকো। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
২০ বছর বা তার অধিক বয়সী যে কোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।
ইউনেসকোর সদস্য দেশ ১৯৩টি। ফ্রান্সের রাজধানী প্যারিসে সদরদপ্তরের পাশাপাশি সারাবিশ্বে ৫৩টি ফিল্ড অফিস আছে। ২ হাজার ২০০ কর্মীর অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে এ ইন্টার্নশিপে।
আবেদনের যোগ্যতা
l আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে;
l স্নাতকোত্তর অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে;
l ইন্টার্নশিপ শুরুর ১২ মাসের আগে স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
l ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এ দুই ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;
l কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
l যে কোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
l যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে।
আবেদনের প্রক্রিয়া অনলাইনে আবেদন 
করা যাবে। 
বিস্তারিত https://careers.unesco.org/go/Internships-and-volunteers/783902/
আবেদনের শেষ তারিখ: 
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউন ভ র স ট র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ মে ২০২৫)

আইপিএলে আজ দুটি ম্যাচ। সন্ধ্যায় লা লিগায় সেল্তা ভিগোর মুখোমুখি রিয়াল মাদ্রিদ।

আইপিএল

কলকাতা-রাজস্থান
বিকেল ৪টা, টি স্পোর্টস

পাঞ্জাব-লক্ষ্ণৌ
রাত ৮টা, টি স্পোর্টস

লা লিগা

রিয়াল মাদ্রিদ-সেল্তা ভিগো
সন্ধ্যা ৬টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড-ম্যান ইউনাইটেড
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন-নিউক্যাসল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

চেলসি-লিভারপুল
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

অগসবুর্গ-কিল
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ২

ফ্রাইবুর্গ-লেভারকুসেন
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

মাইনৎস-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

পিএসএল

লাহোর-করাচি
রাত ৯টা, নাগরিক টিভি

টেনিস: মাদ্রিদ ওপেন

ফাইনাল
রাত ১০টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫
  • এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে মাস্টার্স, সিজিপিএ ২ থাকলেই আবেদন
  • রেনাটার ৯ মাসে মুনাফা কমেছে ৩০ শতাংশ
  • সাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
  • থাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য
  • আজ টিভিতে যা দেখবেন (৪ মে ২০২৫)
  • একজন প্রতিশ্রুতিশীল অর্থনীতিবিদ মাহতাব উদ্দিন