রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা তিন দিনের মধ্যে প্রকাশসহ চার দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এ সময় রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ না হওয়ায় প্রশাসনের সমালোচনাও করেন তাঁরা।

শিক্ষার্থীদের বাকি তিনটি দাবি হলো সাত দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা; নির্ধারিত সময়সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত মোটরসাইকেল ও ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়িত না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম সালমান সাব্বির। তিনি বলেন, ‘৩৬ বছর ধরে রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। চব্বিশের আন্দোলনের পরও শিক্ষার্থীরা তাঁদের এই রাজনৈতিক অধিকার ফিরে পাননি। জুলাই অভ্যুত্থানের সময় ঘোষিত ৯ দফা দাবির অন্যতম ছিল ছাত্র সংসদ নির্বাচন এবং লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান। অথচ রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।’

রাকসুর ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না উল্লেখ করে সালমান সাব্বির বলেন, ‘২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে আজ এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকানো হয়েছে বলেই আমরা মনে করছি। আমাদের স্পষ্ট দাবি, ২৮ এপ্রিল পর্যন্ত যাঁদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ছিল, শুধু তাঁরাই এই রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এটি করা না হলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটি সভা করতে পারেনি। এ ছাড়া গত কয়েক দিনে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে এবং নিরাপত্তার শঙ্কা তৈরি করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, ফাহিম রেজা, আকিল বিন তালেব, তাসীন খান, মাহায়ের ইসলাম, ফৌজিয়া নওরীন, আতাউল্লাহসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অসুস্থ বিএনপি নেতা সালাউদ্দিনের পাশে বিএনপি

অসুস্থ ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধামগড় ইউনিয়নের ইস্পাহানীস্থ নিজ বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুস্থতার  জন্য দোয়া করেন।  

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, বন্দর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ