সংগঠ‌নের নগর দক্ষিণের সা‌বেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত‌্যার বিচার এবং চলমান অব‌রো‌ধে গ্রেপ্তারকৃত নেতাকর্মী‌দের মু‌ক্তির দা‌বি‌তে রাজধানীসহ বি‌ভিন্ন স্থা‌নে কা‌লো পতাকা মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে ইসলামী ছাত্রসেনা।

ঢাকা নগরের উদ্যোগে মঙ্গলবার বিকা‌লে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সেনা নেতা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা গোলাম মাহমুদ ভূইয়া মানিক। প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুসা।

বক্তারা বলেন, ‘রইসের হত্যাকাণ্ড সম্পুর্ণ পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের পেছনে বড় একটা শক্তি কাজ করছে। পুলিশের অবহেলা ও মব জাস্টিসের কারণে এমন পরিস্থিতির শিকার রইস। রইসের হত্যাকারীকে গ্রেপ্তার না করে বরং বিচারপ্রার্থীকে গ্রেপ্তার করে পূবাইল থানার ওসি একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তারা ব‌লেন, ‘রইস উদ্দিন হত্যার বিচার নির‌পেক্ষ সরকা‌রের যেখা‌নে করা উচিত ছিল, সেখা‌নে পু‌লিশ মামলা পর্যন্ত নেয়‌নি। বরং রাজপ‌থে আন্দোলন ক‌রে পু‌লিশকে মামলা নিতে বাধ‌্য করা হ‌য়ে‌ছে। এখনও তার খুনিদের গ্রেপ্তার করা হয়‌নি।’

“যত বাধাই আসুক, খুনি‌দের গ্রেপ্তার না করা পর্যন্ত আমা‌দের আন্দোলন চল‌বে।”

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পীর ফকির মুসলিম উদ্দীন আহমাদ নুরী আলউলুবী, অ্যাডভোকেট হেলাল উদ্দীন, পীর মুখতার রেজা মাসুমী, মুফতি শাহাদাত আলী হোসাইন, মুহাম্মদ আব্দুল হাকিম, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নুরী, ইঞ্জিনিয়ার আলম জালালী, গোলাম মোস্তফা নিরব, ইঞ্জিনিয়ার মাহবুব রাজ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ রিদওয়ান রেজভী, আবুল হাসান, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

সমা‌বেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল বের ক‌রেন নেতাকর্মীরা। মি‌ছিল‌টি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক বাংলামোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

রোমাঞ্চে ঠাসা ম্যাচে বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ইন্টার মিলান

ইন্টার মিলান ৪–৩ বার্সেলোনাদুই লেগ মিলিয়ে ইন্টার মিলান ৭–৬ ব্যবধানে জয়ী।

এটাই কি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল? এই প্রশ্নে বেশিরভাগ ফুটবলপ্রেমীরই একমত হওয়ার কথা।

এমন বহু বাঁকবদলের সেমিফাইনালে সর্বশেষ কে কবে দেখেছে! সান সিরোতে রোমাঞ্চে ঠাসা, পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে হাসি ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার।

দুই দলের আরেকটি গোল–উৎসবের ম্যাচ আবারও নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় অমীমাংসিত থাকল। এবার অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন বদলি ডেভিড ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ৪–৩ গোলে এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার, বিদায় ঘণ্টা বাজল বার্সার।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ