রইস হত্যার বিচার দাবিতে কালো পতাকা মিছিল
Published: 6th, May 2025 GMT
সংগঠনের নগর দক্ষিণের সাবেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার এবং চলমান অবরোধে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রসেনা।
ঢাকা নগরের উদ্যোগে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
সেনা নেতা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা গোলাম মাহমুদ ভূইয়া মানিক। প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুসা।
বক্তারা বলেন, ‘রইসের হত্যাকাণ্ড সম্পুর্ণ পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের পেছনে বড় একটা শক্তি কাজ করছে। পুলিশের অবহেলা ও মব জাস্টিসের কারণে এমন পরিস্থিতির শিকার রইস। রইসের হত্যাকারীকে গ্রেপ্তার না করে বরং বিচারপ্রার্থীকে গ্রেপ্তার করে পূবাইল থানার ওসি একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তারা বলেন, ‘রইস উদ্দিন হত্যার বিচার নিরপেক্ষ সরকারের যেখানে করা উচিত ছিল, সেখানে পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। বরং রাজপথে আন্দোলন করে পুলিশকে মামলা নিতে বাধ্য করা হয়েছে। এখনও তার খুনিদের গ্রেপ্তার করা হয়নি।’
“যত বাধাই আসুক, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পীর ফকির মুসলিম উদ্দীন আহমাদ নুরী আলউলুবী, অ্যাডভোকেট হেলাল উদ্দীন, পীর মুখতার রেজা মাসুমী, মুফতি শাহাদাত আলী হোসাইন, মুহাম্মদ আব্দুল হাকিম, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নুরী, ইঞ্জিনিয়ার আলম জালালী, গোলাম মোস্তফা নিরব, ইঞ্জিনিয়ার মাহবুব রাজ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ রিদওয়ান রেজভী, আবুল হাসান, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক বাংলামোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে