নতুন মামলায় গ্রেপ্তার গান বাংলার কৌশিকসহ পাঁচজন
Published: 7th, May 2025 GMT
গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর চারজন হলেন নিয়ন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম, সিকদার লিটন, মাহবুব উর রহমান ও যুব মহিলা লীগের নেত্রী আশা আক্তার।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী বলেন, কৌশিক হোসেন তাপস ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। আবদুল জব্বার হত্যাচেষ্টার ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাই গুলশান থানায় দায়ের করা এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
শুনানি নিয়ে আদালত এই মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
গত ৩ নভেম্বর কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ আবদুস সালাম, সিকদার লিটন, মাহবুব উর রহমান ও আশা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানির সময় সিকদার লিটন আদালতের কাছে দাবি করেন, তিনি সাংবাদিক। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। তিনি হয়রানির শিকার।
সব পক্ষের বক্তব্য শুনে আদালত এই চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’