যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার যুদ্ধ-পরবর্তী ওয়াশিংটনের নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। পাঁচটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ‘উচ্চ-স্তরের’ আলোচনাগুলো ছিল একজন মার্কিন কর্মকর্তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে। গাজাকে নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল না করা পর্যন্ত এবং একটি কার্যকর ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাব না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্বে থাকবে।

প্রাথমিক পর্যায়ের আলোচনা অনুসারে, মার্কিন নেতৃত্বাধীন প্রশাসন কতদিন স্থায়ী হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই প্রশাসনের মেয়াদ স্থল পরিস্থিতির উপর নির্ভর করবে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এই প্রস্তাবের তুলনা ইরাকে অন্তর্বর্তীকালীন কোয়ালিশন কর্তৃপক্ষের সাথে করেছে। ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করার পর ওয়াশিংটন ইরাকে এই অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত করেছিল।

এই কর্তৃপক্ষকে অনেক ইরাকি দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করেছিলেন। ক্রমবর্ধমান বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর ২০০৪ সালে এই কোয়ালিশন কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন ইরাকি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।

সূত্রগুলো জানিয়েছে, গাজায় মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন কর্তৃপক্ষে অংশগ্রহণের জন্য অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হবে। তবে এসব দেশের নাম জানা যায়নি। এছাড়া কোয়ালিশনের সদস্যের জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের উপর নির্ভর করা হবে। তবে ইসলামপন্থী দল হামাস এবং অধিকৃত পশ্চিম তীরে সীমিত কর্তৃত্বের অধিকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ দেওয়া হবে।

২০০৭ সাল থেকে গাজা শাসন করছে ইসলামপন্থী দল হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের ওপর চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র বর ত সরক র

এছাড়াও পড়ুন:

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, একই পরিবারের চারজন নিহত 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম আফসানা (২০)। অপর নিহতরা হলেন তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। নিমতলা তালুকদার পাম্পের সামনে চাকা সচল করার জন্য অ্যাম্বুলেন্সটি থামানো ছিল। পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। 

এতে অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন দুই নারী ও তিন পুরুষ। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মারা যান আরও তিনজন। তারা হলেন সামাদ ফকির (৬০) ও তাঁর ছেলে হাফেজ বিল্লাল (৪০) ও মেয়ে আফসানা (২০)। 

হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করছি, অ্যাম্বুলেন্সটির যাত্রীরা পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ওই সময় অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি থানায় জব্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ