যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার যুদ্ধ-পরবর্তী ওয়াশিংটনের নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। পাঁচটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ‘উচ্চ-স্তরের’ আলোচনাগুলো ছিল একজন মার্কিন কর্মকর্তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে। গাজাকে নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল না করা পর্যন্ত এবং একটি কার্যকর ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাব না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্বে থাকবে।

প্রাথমিক পর্যায়ের আলোচনা অনুসারে, মার্কিন নেতৃত্বাধীন প্রশাসন কতদিন স্থায়ী হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই প্রশাসনের মেয়াদ স্থল পরিস্থিতির উপর নির্ভর করবে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এই প্রস্তাবের তুলনা ইরাকে অন্তর্বর্তীকালীন কোয়ালিশন কর্তৃপক্ষের সাথে করেছে। ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করার পর ওয়াশিংটন ইরাকে এই অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত করেছিল।

এই কর্তৃপক্ষকে অনেক ইরাকি দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করেছিলেন। ক্রমবর্ধমান বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর ২০০৪ সালে এই কোয়ালিশন কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন ইরাকি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।

সূত্রগুলো জানিয়েছে, গাজায় মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন কর্তৃপক্ষে অংশগ্রহণের জন্য অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হবে। তবে এসব দেশের নাম জানা যায়নি। এছাড়া কোয়ালিশনের সদস্যের জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের উপর নির্ভর করা হবে। তবে ইসলামপন্থী দল হামাস এবং অধিকৃত পশ্চিম তীরে সীমিত কর্তৃত্বের অধিকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ দেওয়া হবে।

২০০৭ সাল থেকে গাজা শাসন করছে ইসলামপন্থী দল হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের ওপর চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র বর ত সরক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ