গাজায় ওয়াশিংটনের নেতৃত্বাধীন প্রশাসন তৈরির আলোচনা করছে ইসরায়েল-যু
Published: 7th, May 2025 GMT
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার যুদ্ধ-পরবর্তী ওয়াশিংটনের নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। পাঁচটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ‘উচ্চ-স্তরের’ আলোচনাগুলো ছিল একজন মার্কিন কর্মকর্তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে। গাজাকে নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল না করা পর্যন্ত এবং একটি কার্যকর ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাব না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্বে থাকবে।
প্রাথমিক পর্যায়ের আলোচনা অনুসারে, মার্কিন নেতৃত্বাধীন প্রশাসন কতদিন স্থায়ী হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই প্রশাসনের মেয়াদ স্থল পরিস্থিতির উপর নির্ভর করবে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এই প্রস্তাবের তুলনা ইরাকে অন্তর্বর্তীকালীন কোয়ালিশন কর্তৃপক্ষের সাথে করেছে। ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করার পর ওয়াশিংটন ইরাকে এই অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত করেছিল।
এই কর্তৃপক্ষকে অনেক ইরাকি দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করেছিলেন। ক্রমবর্ধমান বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর ২০০৪ সালে এই কোয়ালিশন কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন ইরাকি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।
সূত্রগুলো জানিয়েছে, গাজায় মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন কর্তৃপক্ষে অংশগ্রহণের জন্য অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হবে। তবে এসব দেশের নাম জানা যায়নি। এছাড়া কোয়ালিশনের সদস্যের জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের উপর নির্ভর করা হবে। তবে ইসলামপন্থী দল হামাস এবং অধিকৃত পশ্চিম তীরে সীমিত কর্তৃত্বের অধিকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ দেওয়া হবে।
২০০৭ সাল থেকে গাজা শাসন করছে ইসলামপন্থী দল হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের ওপর চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র বর ত সরক র
এছাড়াও পড়ুন:
সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।
সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।