ভারতের ত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরকাশীতে ভাগীরথী নদী লাগোয়া একটি এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।
হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, সেনা এবং বির্যযয় মোকাবিলা বাহিনী। যা
রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী জানিয়েছে, অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের এক বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি যমুনোত্রীর খারসালি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। কপ্টারটিতে চারজন যাত্রী মুম্বাইয়ের এবং অন্য দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। ক্যাপ্টেন রবিন সিং এর পাইলট ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে।
তিনি বলেছেন, “হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে প্রশাসন ও ত্রাণ দল উপস্থিত রয়েছে।”
কর্মকর্তাদের মতে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল