ভারতের ত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরকাশীতে ভাগীরথী নদী লাগোয়া একটি এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।
হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, সেনা এবং বির্যযয় মোকাবিলা বাহিনী। যা
রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী জানিয়েছে, অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের এক বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি যমুনোত্রীর খারসালি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। কপ্টারটিতে চারজন যাত্রী মুম্বাইয়ের এবং অন্য দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। ক্যাপ্টেন রবিন সিং এর পাইলট ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে।
তিনি বলেছেন, “হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে প্রশাসন ও ত্রাণ দল উপস্থিত রয়েছে।”
কর্মকর্তাদের মতে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর পদ ছাড়লেন মীর স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
স্নিগ্ধ এখন এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে। সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
সারজিস আলম অবশ্য গত জানুয়ারিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে যান। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্বে আছেন।