মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক
Published: 10th, May 2025 GMT
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। শনিবার পাকিস্তানের পাল্টা হামলার পর বৈঠকে বসেছেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নৌ, বিমান ও সেনাবাহিনীর প্রধানরা বৈঠকে আছেন। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ওই বৈঠকে আছেন।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু বা সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো তথ্য জানানো হয়নি।
আরো পড়ুন:
ভারত বন্ধ করলে আমরাও করব: পাকিস্তান
পাকিস্তানের হামলায় ক্ষতি হয়েছে, তবে সীমিত মাত্রায়: ভারত
মঙ্গলবার রাতে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা শুরু করে ভারত। ওই রাতেই পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে ধ্বংস করে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। শনিবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ইসলামাবাদ এই অভিযানের নাম দিয়েছে ‘বুনইয়া নুম মারসুস’ যার অর্থ সীসা ঢালা প্রাচীর।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অসুস্থ যুবদল নেতা শহিদুলকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন সজল ও সাহেদ
\নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য অসুস্থ মোহাম্মদ শহিদুল ইসলামকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদসহ যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বার ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়াস্থ অসুস্থ যুবদল নেতা শহিদুল ইসলামের বাসভবনে যান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। এসময়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. ওসমান গনি, নাসিক ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মো. সোহেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ৭নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. জাহিদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. হাসান, মো. সাগর হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।##