দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। শনিবার পাকিস্তানের পাল্টা হামলার পর বৈঠকে বসেছেন মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নৌ, বিমান ও সেনাবাহিনীর প্রধানরা বৈঠকে আছেন। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ওই বৈঠকে আছেন।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু বা সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো তথ্য জানানো হয়নি।

আরো পড়ুন:

ভারত বন্ধ করলে আমরাও করব: পাকিস্তান

পাকিস্তানের হামলায় ক্ষতি হয়েছে, তবে সীমিত মাত্রায়: ভারত

মঙ্গলবার রাতে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা শুরু করে ভারত। ওই রাতেই পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে ধ্বংস করে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। শনিবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ইসলামাবাদ এই অভিযানের নাম দিয়েছে ‘বুনইয়া নুম মারসুস’ যার অর্থ সীসা ঢালা প্রাচীর।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক

আজ শুক্রবার জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তৈরি আন্দোলন মঞ্চে আসতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন নিয়ে যমুনার সামনে শুক্রবার (৯ মে) সকাল ৮টায় সামনে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশপন্থি সকল সাধারণ মানুষকে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এক হয়ে আজকে জুমার নামাজ পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি করা আন্দোলন মঞ্চে উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছি।”
“এই আন্দোলন থেকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি এটা ভুলে যাবেন না।” 

আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার এই আন্দোলনে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।”

“গণহত্যারকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি হচ্ছে মঞ্চ।

শুক্রবার সকালে থেকে এটি তৈরির কাজ শুরু হয়। এখন পুরোদমে সেই কাজ চলছে। চারটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে দ্রুত মঞ্চ বানানো হচ্ছে।

গণহত্যা ও ফ্যাসিবাদের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত পেরিয়ে ভোর, এখন সকাল অবদি চলছে। 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তার কিছু সময়ের মধ্যে সেখানে লোকজন জড়ো হওয়া শুরু করে। সারা রাত তারা সেখানে ছিল।   

শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসছেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাটি। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।

এনসিপির ডাকা অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও। তারাও একই দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তাসহ ৫ জন নিহত: ভারত
  • বিএনপি বাদে সব রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস আলম
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ এনসিপির 
  • সমাবেশস্থলে জুমার নামাজ আদায় 
  • জমায়েত মঞ্চের সামনে আন্দোলনকারীদের অবস্থান 
  • আন্দোলন মঞ্চে ছাত্র-জনতা
  • আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’
  • জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক