১. ফ্রান্স নির্মিত আধুনিক ও মাল্টি রোল যুদ্ধবিমান হলো—রাফাল। এটি নির্মাণ করে দাসো এভিয়েশন।

২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব বিক্রির ঘোষণা দেন— ‘গোল্ড কার্ড’ নামে।

৩. ছাত্র-জনতার জুলাই আন্দোলনের দুই ক্যাটাগরিতে ১৪০১ জনকে— ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ।

৪. ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন করেন ১৯৭৭ সালে— রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর শহীদের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়।

৫.

ঢাকার সাত সরকারি কলেজের প্রস্তাবিত নতুন নাম— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

৬. বাংলাদেশের ব্যাংকের বর্তমানে বিভাগ রয়েছে— ৬৫টি।

৭. বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত দেশের সংখ্যা— মোট ৩০টি। সর্বশেষ গাম্বিয়া।

৮. ‘জাতিসংঘ হাউস’ অবস্থিত হলো— ঢাকার গুলশানে।

৯. আফগানিস্তানের নারীদের সম্প্রচারের মাধ্যমের নাম—রেডিও বেগম।

১০. হাতি কূটনীতি শুরু করার দেশের নাম— মিয়ানমার।

১১. দুবাইয়ের অভিবাসী অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম হলো— ‘সালামা’।

১২. বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ (২০২৫ সাল)— বুরকিনা ফাসো। আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র।

আরও পড়ুনএসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল১০ মে ২০২৫

১৩. বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৮ম। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে।

১৪. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান— ৩৫তম।

১৫. ২০২৫ সালে অস্কার লাভ করা তথ্যচিত্র হলো— ‘নো আদার ল্যান্ড’।

১৬. সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ‘প্রতিবাদী তারুণ্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন— আবরার ফাহাদ (মরণোত্তর)।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫

১৭. বিশ্বের অন্যতম রক্তদাতা হলেন— জেমস ক্রিস্টোফার হ্যারিসন। তার রক্তরসে বেঁচে গেছে ২৪ লাখ শিশুর প্রাণ।

১৮. ‘মেঘমল্লার’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয় কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের গল্প—‘রেইনকোট’ অবলম্বনে।

১৯. বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের নাম— রোনাল্ড ড্রাপার (দক্ষিণ আফ্রিকা)।

২০. চাঁদে সফলভাবে অবতরণ করে বেসরকারি মার্কিন মহাকাশ যানের নাম— ‘ব্লু ঘোস্ট’।

আরও পড়ুনসাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৪ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে দুটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে কয়েকটি ম্যাচ।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

রহতমতগঞ্জ–ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

পুলিশ এফসি–আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–লাইপজিগ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–মনশেনগ্লাডবাখ
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

সাউদাম্পটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুলহাম–এভারটন
রাত ৮টা,  স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–অ্যাস্টন ভিলা
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

আতলেতিকো মাদ্রিদ–সোসিয়েদাদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬৬.৬৭ শতাংশ
  • প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ মাসে মুনাফা বেড়েছে ১২.৫০ শতাংশ
  • বিএটির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১২ মে ২০২৫)
  • ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৫০ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১১ মে ২০২৫)
  • বেসরকারি সংস্থা নেবে ভ্যালু চেন স্পেশালিস্ট, বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা আবার পেছাল
  • আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)