১. ফ্রান্স নির্মিত আধুনিক ও মাল্টি রোল যুদ্ধবিমান হলো—রাফাল। এটি নির্মাণ করে দাসো এভিয়েশন।

২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব বিক্রির ঘোষণা দেন— ‘গোল্ড কার্ড’ নামে।

৩. ছাত্র-জনতার জুলাই আন্দোলনের দুই ক্যাটাগরিতে ১৪০১ জনকে— ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ।

৪. ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন করেন ১৯৭৭ সালে— রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর শহীদের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়।

৫.

ঢাকার সাত সরকারি কলেজের প্রস্তাবিত নতুন নাম— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

৬. বাংলাদেশের ব্যাংকের বর্তমানে বিভাগ রয়েছে— ৬৫টি।

৭. বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত দেশের সংখ্যা— মোট ৩০টি। সর্বশেষ গাম্বিয়া।

৮. ‘জাতিসংঘ হাউস’ অবস্থিত হলো— ঢাকার গুলশানে।

৯. আফগানিস্তানের নারীদের সম্প্রচারের মাধ্যমের নাম—রেডিও বেগম।

১০. হাতি কূটনীতি শুরু করার দেশের নাম— মিয়ানমার।

১১. দুবাইয়ের অভিবাসী অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম হলো— ‘সালামা’।

১২. বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ (২০২৫ সাল)— বুরকিনা ফাসো। আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র।

আরও পড়ুনএসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল১০ মে ২০২৫

১৩. বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৮ম। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে।

১৪. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান— ৩৫তম।

১৫. ২০২৫ সালে অস্কার লাভ করা তথ্যচিত্র হলো— ‘নো আদার ল্যান্ড’।

১৬. সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ‘প্রতিবাদী তারুণ্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন— আবরার ফাহাদ (মরণোত্তর)।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫

১৭. বিশ্বের অন্যতম রক্তদাতা হলেন— জেমস ক্রিস্টোফার হ্যারিসন। তার রক্তরসে বেঁচে গেছে ২৪ লাখ শিশুর প্রাণ।

১৮. ‘মেঘমল্লার’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয় কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের গল্প—‘রেইনকোট’ অবলম্বনে।

১৯. বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের নাম— রোনাল্ড ড্রাপার (দক্ষিণ আফ্রিকা)।

২০. চাঁদে সফলভাবে অবতরণ করে বেসরকারি মার্কিন মহাকাশ যানের নাম— ‘ব্লু ঘোস্ট’।

আরও পড়ুনসাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৪ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা