পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্র্যাক ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক সাইফ সালেহ। তিনি কোম্পানিটির ৫০ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার মূল্যে ঘোষিত উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি। 

ঢাকা/এনটি//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৮ ঘণ্টা ধরে কাকরাইলে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, মেলেনি সাড়া

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা আট ঘণ্টা ধরে কাকরাইল মসজিদ মোড়ে আন্দোলন করছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বার্তা পাননি তারা। বুধবার বেলা সোয়া তিনটার দিকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো বার্তা আসেনি। 

শিক্ষার্থীরা বলছেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন করে যাচ্ছি। আমাদের বেলায় লাঠিচার্জ করা হয়। আর ঢাবি থেকে কেউ আসলে তার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়। আমাদের দাবি যৌক্তিক, দাবি মেনে নিতে হবে। 

আরেক শিক্ষার্থী তৈমুর মবিন বলেন, শুক্রবার থেকে পুরান ঢাকার সকল মোড় ব্লক করে দেওয়া হবে। সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আমাদের দাবি না মানার সুযোগ নেই। 

বিকাল তিনটার দিকে আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন যমুনায় যান। দেড় ঘণ্টা পরে আলোচনায় অংশ নিতে যমুনায় যান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। 

কাকরাইলে শিক্ষার্থীদের পদযাত্রায় টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড 
বেলা পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। প্রথমে গুলিস্তান মাজার গেটে তাদের পদযাত্রা বাধার সম্মুখীন হয়। পরে মৎস ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল ক্রসিং মোড়ে আসতেই টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক জন আহত হন। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, আমরা মোড়ে আসা মাত্রই অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ওপর গুলি করা হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো বার্তা আসেনি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত নিবন্ধ