Samakal:
2025-09-18@01:54:46 GMT

সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

Published: 15th, May 2025 GMT

সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার ‘উইমেন্স প্রাইজ ফর ফিকশন ২০২৫’ -এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৪ মার্চ নারী কথাসাহিত্যিকদের জন্য দেওয়া এই পুরস্কারটির দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। এবার প্রকাশিত হলো এর সংক্ষিপ্ত রূপ। গত ২ এপ্রিল ৩০তম আসরের নির্বাচিত ৬টি উপন্যাসের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ৩০ হাজার পাউন্ড। 
সংক্ষিপ্ত এই তালিকায় আছে– আরিয়া আবেরের ‘গুড গার্ল’, মিরান্ডা জুলাইয়ের ‘অল ফোরস’, এলিজাবেথ স্ট্রাউটের টেল মি এভরিথিং, ভ্যান ডের উডেনের ‘ডের উডেন: দ্য সেফকিপ ইয়ায়েল’, নুসাইবাহ ইউনিসের ‘ফান্ডামেন্টালি’ এবং সানাম মাহলুদজির দ্য পারসিয়ানস’। যুক্তরাজ্যের সব নারী সাহিত্যিকের জন্য উন্মুক্ত হলেও ১ এপ্রিল ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত উপন্যাসের গুরুত্ব অনুযায়ী গ্রন্থগুলো অন্তর্ভুক্ত হয় তালিকায়। ব্যক্তিগত স্বাধীনতা এবং মানবিক সংযোগের প্রয়োজনীয়তা অন্বেষণের পাশাপাশি আকর্ষণীয় বৈচিত্রময় গল্প স্থান পেয়েছে এতে।
এবার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান দায়িত্বে রয়েছেন লেখক কিট ডি ওয়াল। তার সঙ্গে আছেন ঔপন্যাসিক, সাংবাদিক ডায়ানা ইভান্স; লেখক, মানসিক স্বাস্থ্য প্রচারক ব্রায়নি গর্ডন; গ্ল্যামার ইউকে’র প্রধান সম্পাদক ডেবোরা জোসেফ এবং সংগীতশিল্পী এবং সুরকার অ্যামেলিয়া ওয়ার্নার। কিট ডি ওয়াল বলেন, ‘বড় বড় বিষয়গুলোর মোকাবেলায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তারা অবাক করা বর্ণনাকারী। কুৎসিত বিষয়বস্তু, নতুন এবং সাহসী উপায়ে যৌনতা সম্পর্কে লেখা থেকে তারা বিরত নেই। আমি এই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্যানেলের বাকি সবাই আমার চেয়ে বেশি জানে। বিচারকদের মধ্যে কোনও শ্রেণিবিন্যাস ছিল না। আসলে আমারও কিছুই করার ছিল না। সবাই বুদ্ধিমান, শক্তিশালী, সুপণ্ডিত, মজার, স্পষ্টভাষী, সহানুভূতিশীল নারী।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে নারী সাহিত্যিকদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি দেওয়া হচ্ছে। অনেকের মতে, ১৯৯১ সালের বুকার পুরষ্কার ছিল এই পুরস্কারের অনুপ্রেরণা। তখন ছয়টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত বইয়ের মধ্যে কোন নারী লেখক ছিলেন না, যদিও সেই বছর প্রকাশিত প্রায় ৬০ শতাংশ উপন্যাসই ছিল লেখকদের লেখা। তাই অনেক লেখক, প্রকাশক, এজেন্ট, বই বিক্রেতা, গ্রন্থাগারিক, সাংবাদিক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একত্রিত হয়েছিলেন। তারা উপস্থাপন করেন যে, গুরুত্বপূর্ণ ও প্রধান  সাহিত্যবিষয়ক পুরস্কারগুলো প্রায়শই নারী সাহিত্যিকদে কৃতিত্বের স্বীকৃতির জন্য দেওয়া হয় না। ফলে এর পাঁচ বছরের মধ্যেই শুধু নারী লেখকদের জন্যই পুরস্কারটি চালু করা হয়। এবার চূড়ান্ত ফলের অপেক্ষা। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র প রক শ র জন য

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা