Samakal:
2025-11-03@08:06:07 GMT

সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

Published: 15th, May 2025 GMT

সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার ‘উইমেন্স প্রাইজ ফর ফিকশন ২০২৫’ -এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৪ মার্চ নারী কথাসাহিত্যিকদের জন্য দেওয়া এই পুরস্কারটির দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। এবার প্রকাশিত হলো এর সংক্ষিপ্ত রূপ। গত ২ এপ্রিল ৩০তম আসরের নির্বাচিত ৬টি উপন্যাসের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ৩০ হাজার পাউন্ড। 
সংক্ষিপ্ত এই তালিকায় আছে– আরিয়া আবেরের ‘গুড গার্ল’, মিরান্ডা জুলাইয়ের ‘অল ফোরস’, এলিজাবেথ স্ট্রাউটের টেল মি এভরিথিং, ভ্যান ডের উডেনের ‘ডের উডেন: দ্য সেফকিপ ইয়ায়েল’, নুসাইবাহ ইউনিসের ‘ফান্ডামেন্টালি’ এবং সানাম মাহলুদজির দ্য পারসিয়ানস’। যুক্তরাজ্যের সব নারী সাহিত্যিকের জন্য উন্মুক্ত হলেও ১ এপ্রিল ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত উপন্যাসের গুরুত্ব অনুযায়ী গ্রন্থগুলো অন্তর্ভুক্ত হয় তালিকায়। ব্যক্তিগত স্বাধীনতা এবং মানবিক সংযোগের প্রয়োজনীয়তা অন্বেষণের পাশাপাশি আকর্ষণীয় বৈচিত্রময় গল্প স্থান পেয়েছে এতে।
এবার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান দায়িত্বে রয়েছেন লেখক কিট ডি ওয়াল। তার সঙ্গে আছেন ঔপন্যাসিক, সাংবাদিক ডায়ানা ইভান্স; লেখক, মানসিক স্বাস্থ্য প্রচারক ব্রায়নি গর্ডন; গ্ল্যামার ইউকে’র প্রধান সম্পাদক ডেবোরা জোসেফ এবং সংগীতশিল্পী এবং সুরকার অ্যামেলিয়া ওয়ার্নার। কিট ডি ওয়াল বলেন, ‘বড় বড় বিষয়গুলোর মোকাবেলায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তারা অবাক করা বর্ণনাকারী। কুৎসিত বিষয়বস্তু, নতুন এবং সাহসী উপায়ে যৌনতা সম্পর্কে লেখা থেকে তারা বিরত নেই। আমি এই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্যানেলের বাকি সবাই আমার চেয়ে বেশি জানে। বিচারকদের মধ্যে কোনও শ্রেণিবিন্যাস ছিল না। আসলে আমারও কিছুই করার ছিল না। সবাই বুদ্ধিমান, শক্তিশালী, সুপণ্ডিত, মজার, স্পষ্টভাষী, সহানুভূতিশীল নারী।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে নারী সাহিত্যিকদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি দেওয়া হচ্ছে। অনেকের মতে, ১৯৯১ সালের বুকার পুরষ্কার ছিল এই পুরস্কারের অনুপ্রেরণা। তখন ছয়টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত বইয়ের মধ্যে কোন নারী লেখক ছিলেন না, যদিও সেই বছর প্রকাশিত প্রায় ৬০ শতাংশ উপন্যাসই ছিল লেখকদের লেখা। তাই অনেক লেখক, প্রকাশক, এজেন্ট, বই বিক্রেতা, গ্রন্থাগারিক, সাংবাদিক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একত্রিত হয়েছিলেন। তারা উপস্থাপন করেন যে, গুরুত্বপূর্ণ ও প্রধান  সাহিত্যবিষয়ক পুরস্কারগুলো প্রায়শই নারী সাহিত্যিকদে কৃতিত্বের স্বীকৃতির জন্য দেওয়া হয় না। ফলে এর পাঁচ বছরের মধ্যেই শুধু নারী লেখকদের জন্যই পুরস্কারটি চালু করা হয়। এবার চূড়ান্ত ফলের অপেক্ষা। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র প রক শ র জন য

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা