যুক্তরাজ্যর এক্সিলেন্স স্কলারশিপে ৫০০ বৃত্তি, নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষায় বিশেষ সুবিধা, করুন আবেদন
Published: 15th, May 2025 GMT
যুক্তরাজ্যর লিডস ইউনির্ভাসিটি বিদেশি শিক্ষার্থীদের দেবে স্কলারশিপ। এ স্কলারশিপে সংখ্যা ৫০০টি। লিডস বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময় এবং গতিশীল সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতিতে এ বৃত্তি দেবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েটে মিলবে বৃত্তি।
লিডস ইউনির্ভাসিটি বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে। এ বৃত্তির নাম দ্যা ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ। মেধাভিত্তিক এ বৃত্তির জন্য প্রয়োজন কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফল ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
লিডস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, বিশ্বব্যাপী প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন, আর্থিক কারণে যাঁদের উচ্চশিক্ষায় বাধা তৈরি হয়, এ সুযোগ তাঁদের জন্য।’
মাস্টার্সে আবেদনের যোগ্যতা—
একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে
বৃত্তির জন্য আবেদন করার আগে ভর্তির প্রস্তাবের প্রয়োজন হবে না
স্ব-অর্থায়ন বা আংশিকভাবে অর্থায়নে করতে হবে পারে
পাঠ্যক্রমের বাইরে সহশিক্ষা কার্যক্রম, কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রদর্শিত অসাধারণ আন্তরব্যক্তিক এবং পেশাদার দক্ষতা প্রয়োজন।
আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫কতজন পাবেন
৫০০ জন পাবেন এই বৃত্তি। ১০, ২০ ও ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মিলবে।
আবেদন কীভাবে
মাস্টার্সের প্রোগ্রামের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদন কবে শেষ
আগ্রহী প্রার্থীরা আগামীকাল শুক্রবার (১৬ মে) পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই দিন যুক্তরাজ্যের সময় বিকেল পাঁচটার মধ্য করতে হবে আবেদন। আবেদনকারী প্রার্থীদের ১৩ জুন বৃত্তির তথ্য বিস্তারিত জানাবেন বৃত্তি পেয়েছেন কি না। এরই মধ্যে শিক্ষার্থীরা পেয়ে যাবেন স্কলারশিপ লেটার।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টিউশন ফি মওকুফসহ নানা সুযোগ-সুবিধা১৫ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৩.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ১.৩৮ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা