যুক্তরাজ্যর এক্সিলেন্স স্কলারশিপে ৫০০ বৃত্তি, নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষায় বিশেষ সুবিধা, করুন আবেদন
Published: 15th, May 2025 GMT
যুক্তরাজ্যর লিডস ইউনির্ভাসিটি বিদেশি শিক্ষার্থীদের দেবে স্কলারশিপ। এ স্কলারশিপে সংখ্যা ৫০০টি। লিডস বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময় এবং গতিশীল সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতিতে এ বৃত্তি দেবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েটে মিলবে বৃত্তি।
লিডস ইউনির্ভাসিটি বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে। এ বৃত্তির নাম দ্যা ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ। মেধাভিত্তিক এ বৃত্তির জন্য প্রয়োজন কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফল ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
লিডস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, বিশ্বব্যাপী প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন, আর্থিক কারণে যাঁদের উচ্চশিক্ষায় বাধা তৈরি হয়, এ সুযোগ তাঁদের জন্য।’
মাস্টার্সে আবেদনের যোগ্যতা—
একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে
বৃত্তির জন্য আবেদন করার আগে ভর্তির প্রস্তাবের প্রয়োজন হবে না
স্ব-অর্থায়ন বা আংশিকভাবে অর্থায়নে করতে হবে পারে
পাঠ্যক্রমের বাইরে সহশিক্ষা কার্যক্রম, কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রদর্শিত অসাধারণ আন্তরব্যক্তিক এবং পেশাদার দক্ষতা প্রয়োজন।
আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫কতজন পাবেন
৫০০ জন পাবেন এই বৃত্তি। ১০, ২০ ও ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মিলবে।
আবেদন কীভাবে
মাস্টার্সের প্রোগ্রামের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদন কবে শেষ
আগ্রহী প্রার্থীরা আগামীকাল শুক্রবার (১৬ মে) পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই দিন যুক্তরাজ্যের সময় বিকেল পাঁচটার মধ্য করতে হবে আবেদন। আবেদনকারী প্রার্থীদের ১৩ জুন বৃত্তির তথ্য বিস্তারিত জানাবেন বৃত্তি পেয়েছেন কি না। এরই মধ্যে শিক্ষার্থীরা পেয়ে যাবেন স্কলারশিপ লেটার।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টিউশন ফি মওকুফসহ নানা সুযোগ-সুবিধা১৫ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিসিটির চ্যাম্পিয়ন রাজ-সিয়াম-মেহজাবীনরা
তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর দল গিগাবাইট টাইটানস। এই দলের মেন্টর ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মঙ্গলবার (১৩ মে) ফাইনাল ম্যাচ শুরু হয় বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। রাত ১০টায় খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। এর আগে স্বপ্নধরা স্পারটান্স ১৩৮ রানের টার্গেট দিয়েছিল।
সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেনসহ এক ঝাঁক তারকা।
প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছিল গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও গিয়াস উদ্দিন সেলিম।
টাইটানসের হয়ে মাঠে খেলেছেন মোস্তফা কামাল রাজ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, রাফসান সাবাব, সাইদুল রহমান পাভেল, আরফিন রুমি প্রমুখ।
‘স্বপ্নধরা স্পার্টানস’-দলে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল। সেগুলো হলো- গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।
গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।