চাঁদপুরে এসআইয়ের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার
Published: 17th, May 2025 GMT
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআইয়ের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব।
এর আগে গত ৪ মে ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানাসংলগ্ন ভাড়া বাসায় ফেরেন ওই এসআই। এরপর তিনি সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন সকালে তিনি থানায় আসেন। বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো। ট্রলি ব্যাগ খুলে তিনি দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।
ওই ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে সুমন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় পরে রুবেল খানকে (৩৬) আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘‘ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’
অমরেশ//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে এসআইয়ের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআইয়ের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব।
এর আগে গত ৪ মে ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানাসংলগ্ন ভাড়া বাসায় ফেরেন ওই এসআই। এরপর তিনি সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন সকালে তিনি থানায় আসেন। বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো। ট্রলি ব্যাগ খুলে তিনি দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।
ওই ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে সুমন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় পরে রুবেল খানকে (৩৬) আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘‘ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’
অমরেশ//