২ / ৯ছাতা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্কুলে ‘ব্যাকবেঞ্চার’ বলে কিছু থাকবে না, মালয়ালম সিনেমা বদলে দিল

কেরালার মালয়ালম সিনেমার পরিচালক বিনেশ বিশ্বনাথনের প্রথম সিনেমা ‘স্থানার্থী শ্রীকুট্টন’। যে সিনেমা চারজন দুষ্টু প্রকৃতির এবং পড়াশোনায় অনাগ্রহী শিক্ষার্থীর গল্প নিয়ে তৈরি হয়েছে। পরিচালক বিনেশ বিশ্বনাথনের অনুপ্রেরণা ছিল ২০১৪ সালের তামিল সিনেমা ‘কাক্কা মুট্টাই’। যা দেখিয়ে দিয়েছিল শিশুদের জন্য তৈরি সিনেমাতেও গভীর বার্তা থাকতে পারে। সিনেমায় সামাজিক বার্তা রাখতে চেয়েছিলেন বিশ্বনাথ। তার সামাজিক বার্তা এতোটাই প্রভাব তৈরি করেছে যে কেরালার ক্লাসরুমগুলো পাল্টে যাচ্ছে। 

নিজের সিনেমার জন্য এই সামাজিক প্রভাব দেখে আপ্লুত এ নির্মাতা। ইন্ডিয়া টুডে–কে বিশ্বনাথন বলেন, ‘‘সিনেমা সমাজে বদল আনতে পারে, এই বিশ্বাস নিয়েই তো কাজ করি।’’

সাধারণত স্কুলগুলোতে যেভাবে বেঞ্চগুলো সাজানো হয় সেখানে পেছনের সারিতে যেসব শিক্ষার্থী বসে তাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে সমাজের। স্কুল-কলেজে ‘ব্যাকবেঞ্চার’দের অনেক সময়েই অবাধ্য বলে মনে করা হয়। 

আরো পড়ুন:

সংসার ভাঙছে নয়নতারার?

প্রথম প্রেম এখনো বয়ে বেড়ান আনুশকা

তবে ভারতের কেরালা রাজ্যের বেশ কিছু স্কুলে এই ধারণা ভেঙে ফেলল এক মালয়ালম সিনেমা।

জানা গেছে, কেরালার বেশ কিছু স্কুলে এখন থেকে আর ‘ব্যাকবেঞ্চার’ বলতে কিছু থাকবে না। কারণ শ্রেণীকক্ষে আর কোনও পিছনের বেঞ্চ থাকবে না। সব শিক্ষার্থীই বসবে ‘ফার্স্ট বেঞ্চে’।

কেরালার স্কুলগুলোতে বেঞ্চগুলোকে অর্ধবৃত্তাকারে, ‘V’ আকারে কিংবা ‘U’ আকারে সাজিয়ে দেওয়া হচ্ছে। এতে শিক্ষকরা সব শিক্ষার্থীর দিকেই সমানভাবে মনোযোগ দিতে পারছেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও শিক্ষক-শিক্ষিকার সঙ্গে সমানভাবে আলোচনায় অংশ নিতে পারছে।

কেরালার ত্রিশুর, পালাক্কড়, ভালাকম, কন্নুর, আন্দুরের বেশ কিছু স্কুল ইতিমধ্যেই এই পদ্ধতিতে ক্লাস নিচ্ছে। এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার ফলে শিক্ষার্থীদের মনোযোগ, শ্রবণ এবং আলোচনার দক্ষতা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

শ্রেণীকক্ষের এমন দৃশ্যের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক বিনেশ বিশ্বনাথন নিজেও।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ