‘সিনেমার মতো আমাদের বাসাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল,’ বললেন জয়া আহসানের মা
Published: 18th, May 2025 GMT
সিনেমা তখন শেষ। করতালিতে মুখর প্রেক্ষাগৃহ। এর মধ্যেই টিস্যু দিয়ে চোখের কোনা পরিষ্কার করছিলেন অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদ। তিনি মেয়ের অভিনীত ‘জয়া আর শারমীন’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গতকাল শনিবার উপস্থিত হয়েছিলেন। সিনেমাটি এবং মেয়ের অভিনয় তাঁকে আবেগপ্রবণ করে তোলে। সিনেমার শেষ টাইটেল পর্যন্ত তাকিয়ে রইলেন এই মা। জানতে চাইলাম, ‘মেয়ের অভিনয় কেমন লাগল?’ তিনি কিছুটা চুপ থেকে বলেন, ‘কি আর অভিনয় করল মেয়ে।’
সিনেমার একটি দৃশ্যে মহসিনা আক্তার। ছবি: সংগৃহীত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল
বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে- পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য জানান।
আরো পড়ুন:
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, পানির নিচে ৩০ গ্রাম
মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি ফেনীতে, মুহুরী নদীর ৭ স্থানে বাঁধে ভাঙন
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এছাড়া, পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব অঞ্চলের নদী বন্দর সমূহকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২০০.২ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
ঢাক/ইমরান/মাসুদ