পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার উত্তর প্রদেশে একজনকে গ্রেপ্তার
Published: 19th, May 2025 GMT
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি ও সীমান্ত দিয়ে পণ্য চোরাচালানের অভিযোগে ভারতের উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) গতকাল রোববার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে, ভারত-পাকিস্তান সীমান্তে এক ব্যক্তি পাকিস্তানি সংস্থার মদদে পণ্য চোরাচালান করছেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের আন্তবাহিনী গোয়েন্দা সংস্থার (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কাজ করছিলেন।
গোপন সূত্রে তথ্য পাওয়ার পর এটিএস ওই ব্যক্তির গতিবিধি নজরে রাখে এবং তাঁকে শাহজাদ নামে চিহ্নিত করে। তিনি উত্তর প্রদেশের রামপুর জেলার টান্ডা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল মোরাদাবাদ থেকে শাহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যপ্রমাণ সংগ্রহের পর এটিএস শাহজাদের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্নকারী কার্যকলাপসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।
পুলিশ বলেছে, তদন্তে জানা গেছে শাহজাদ দীর্ঘদিন ধরে গোপনে ভারত থেকে পাকিস্তানে যাতায়াত করতেন এবং অবৈধভাবে প্রসাধনী, জামাকাপড়, মসলা ও অন্যান্য সামগ্রী চোরাচালান করতেন। এর আড়ালে তিনি আইএসআইয়ের হয়ে কাজ করতেন এবং তাদের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি ভারতের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য তাঁদের কাছে সরবরাহ করতেন।
পুলিশ আরও জানায়, আইএসআইয়ের নির্দেশে শাহজাদ ভারতে বসবাসকারী এজেন্টদের কাছে টাকা পাঠাতেন। এ ছাড়া তিনি রামপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে আইএসআইয়ে নিয়োগ করার কাজে সহায়তা করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টরাই ওই লোকদের ভিসা ও ভ্রমণের নথিপত্র তৈরি করে দিতেন। শাহজাদ ভারতীয় বিভিন্ন সিম কার্ডও আইএসআইয়ের হাতে তুলে দেন, যাতে তারা ভারতের ওপর নজরদারি করতে পারে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটে, যখন হরিয়ানায় আরেক ঘটনায় ভ্রমণবিষয়ক ব্লগার জ্যোতি রানিকে পাকিস্তানি গোয়েন্দাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ প তচরব ত ত শ হজ দ করত ন
এছাড়াও পড়ুন:
ভোলায় স্বামীকে নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, মামলা
ভোলার তজুমদ্দিনে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল ও শ্রমিক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৩০ জুন) ভুক্তভোগী বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেছেন। গত শনিবার রাতে উপজেলার কামারপট্টি এলাকায় ঘটনাটি ঘটে।
মামলায় ছয় জনের নাম উল্লেখ রয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে আরো ৫-৬ জনকে।
আসামিদের মধ্যে রয়েছেন- তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও যুবদল নেতা আলাউদ্দিন। তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
আরো পড়ুন:
আইনজীবী হত্যা: চিন্ময় দাসসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির আপিল শুনবেন হাইকোর্ট, অর্থদণ্ড স্থগিত
তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ও সজিব ঘটনার পরোক্ষ মদদ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। ধর্ষণে সহায়তা করার অভিযোগে ঝর্ণা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দুই বিয়ে করেছেন। গত শনিবার রাতে তাকে ডেকে পাঠান তার ছোট স্ত্রী। সেখানে যাওয়ার পথে আটকে চাঁদা দাবি করেন ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা। তাদের সঙ্গে কয়েকজন ব্যক্তি ছিলেন। তাকে একটি ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলে নির্যাতনকারীরা।
গত রবিবার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে তার কাছে স্বামীর মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সামনেই ওই ব্যক্তিকে আরেক দফা পাইপ ও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। দুপুর ১টার দিকে স্বামীকে অন্যত্র সরিয়ে রেখে ফরিদ ও আলাউদ্দিনের নেতৃত্বে তার বড় স্ত্রীকে ধর্ষণ করা হয়। এ সময় তাদের বাবা ও ভাই ডেকে এবং হাত-পা ধরেও রক্ষা পাননি ভুক্তভোগী নারী।
পরে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্তরা। রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার নারী আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে সবাইকে ঘটনাটি জানান। পরে ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুরো ঘটনা জানালে রাতে পুলিশ গিয়ে তাদের থানায় নেয়। সেখানে মামলা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, “অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, “ধর্ষণ মামলা রুজু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
ঢাকা/পলাশ/মাসুদ