অবৈধ অভিবাসন: ভারতের ট্রাভেল এজেন্সির কর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপ
Published: 19th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা বিধি–নিষেধ আরোপ করছে ওয়াশিংটন। আজ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
তবে ভারতীয় ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের পরিচয় বা তাঁদের সংখ্যা কত, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি ব্যতিক্রমী কিছু নয়। ওয়াশিংটন প্রায়ই ভিসা বিধিনিষেধ আরোপ করা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে না।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘বিদেশি পাচার চক্রকে দমনের লক্ষ্যে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ভিসা বিধিনিষেধ আরোপ করতে থাকব।’ তবে কীভাবে ওই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, তা উল্লেখ করেননি তিনি।
এমন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ভিসা বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাও হচ্ছে। এর মধ্যে রয়েছেন অবৈধ ভারতীয় অভিবাসীরাও।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ধ ন ষ ধ আর প
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে লরিচাপায় পথচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেট এলাকায় লরিচাপায় শুকলাল দাস (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে শুকলাল দাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা লরিটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দারা লরিসহ চালককে আটক করে। পরে পুলিশের হাতে ওই চালককে তুলে দেন তাঁরা।
আটক হওয়া ওই লরিচালকের নাম মোহাম্মদ রিদোয়ান (২৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা। জানতে চাইলে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, বর্তমানে লরিচালক তাঁদের হেফাজতে রয়েছেন। এ ছাড়া লরিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত শুকলাল দাসের লাশ সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।