সৌদি আরব ছেড়ে রোনালদো কি তাহলে ব্রাজিলেই যাচ্ছেন
Published: 20th, May 2025 GMT
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। নতুন চুক্তি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। এর মধ্যে সামনে এসেছে রোনালদোর ক্লাব বদলানোর গুঞ্জনও।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি ক্লাবের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। যদিও কোন ক্লাবের কাছ থেকে রোনালদো এই প্রস্তাব পেয়েছেন, তা উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।
ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে চারটি ক্লাব। যেখানে ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো এবং পালমেইরাসের সঙ্গে আছে বোতাফোগোও। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন শুরু হবে টুর্নামেন্টটি এবং শেষ হবে ১৩ জুলাই।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫এরই মধ্যে রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে কথা বলেছেন বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া। তিনি বলেছেন, ‘বড়দিন তো শুধু ডিসেম্বরেই আসে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসএল যাত্রায় বাসায় পাসপোর্ট রেখে বিমানবন্দরে মিরাজ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। লাহোর কালান্দার্স দলে নিয়েছে তাকে। বিসিবির ছাড়পত্র পাওয়া এই ক্রিকেটার মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
তবে যাওয়ার পথে ঘটেছে এক বিপত্তি। পাসপোর্ট বাসায় রেখে বিমানবন্দরে হাজির হন মিরাজ। বিমানবন্দরে আসার পর মিরাজ বুঝতে পারেন সঙ্গে পাসপোর্ট নেই। পরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট আনান ডানহাতি এই অলরাউন্ডার।
২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন। লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার জায়গায় মিরাজকে চেয়েছে দলটি।
জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা দেয়নি বিসিবি। বরং বোর্ড বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে ইনজুরির কারণে এক ম্যাচও না খেলেই দেশে ফেরেন লিটন।
রিশাদ লাহোরের হয়ে পাঁচটি ম্যাচ খেললেও নাহিদ মাঠে নামার সুযোগ পাননি। ৯ মে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িকভাবে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফিরে আসেন তারা। বর্তমানে এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা জাতীয় দলে রয়েছেন। ফলে তাদের আর দেখা যাবে না এবারের আসরে।