মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে ৫ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক
Published: 20th, May 2025 GMT
মধুমতি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে কম্পিউটার ও বিজ্ঞান পরীক্ষাগার স্থাপন এবং স্যানিটেশন আধুনিকীকরণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার মধুমতি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজম ঢাকার গুলশান এলাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা কামাল খোশনবীশের হাতে চেকটি হস্তান্তর করেন।
এ সময় মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন দ ন
এছাড়াও পড়ুন:
বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
ঢাকায় সূর্যাস্ত আজ সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।