যমুনার দুর্গম চরে ডাকাতি, খামারিকে খুন করে গরু লুট
Published: 21st, May 2025 GMT
সিরাজগঞ্জের চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যমুনার দুর্গম ঘোরজান ইউনিয়নের মুরাদপুর-কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘবদ্ধ ১০ থেকে ১২ জনের ডাকাতদল খামারিকে শ্বাসরোধে খুন করে বস্তায় ভরে রাখে। এরপর খামার থেকে ৫টি গরু লুট করে সটকে পড়ে।
নিহত খামারি তারা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া পশ্চিম জোতপাড়ার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ও তার নাতি ইব্রাহিম হোসেন মুরাদপুর-কাউলিয়া চরে অস্থায়ী সেড তৈরি করে গরুর খামার গড়েন। সেখানেই রাতে থাকতেন। তারার মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখা হয়েছিল। তবে শেষপর্যন্ত তিনি প্রাণে রক্ষা পান।
এদিকে, খবর পেয়ে চৌহালী থানা পুলিশ এবং জেলা সদর থেকে ডিবি পুলিশের পৃথক দু’টি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ অপরাধীদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা যায়।
ডিবি পুলিশের ওসি মো.
চৌহালীর ওসি সাখাওয়াত হোসেন বুধবার সকাল নয়টায় জানান, সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খামারে ঢুকে তাঁরা মিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ৫টি গরু লুট করে পালিয়ে যায়। ডাকাত দল তাঁরা মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখলেও শেষপর্যন্ত তিনি মারা যাননি। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। কয়েক মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মামলা করে।
হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস ই-মেইলের মাধ্যমে জানান, পুতুল তাৎক্ষণিকভাবে ছুটিতে যাচ্ছেন।
তিনি আরো জানান, ডাব্লিউএইচও সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে দক্ষিণ-পূর্ব এশীয়ার আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ১৫ জুলাই নয়দিল্লিতে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি ওই পদে যোগ দেন, তবে অভিযোগ রয়েছে—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ের জয় নিশ্চিত করতে প্রভাব খাটিয়েছেন।
দুদক জানায়, জানুয়ারিতে তদন্ত শুরু করে মার্চে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।
দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, মনোনয়ন প্রক্রিয়ায় পুতুল নাকি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পদে কাজ করছেন বলে মিথ্যা দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, এসব তথ্য তার যোগ্যতা বাড়িয়ে দেখানোর জন্য ব্যবহার করা হয়।
দুদকের আরো অভিযোগ, পুতুল ক্ষমতার অপব্যবহার করে ‘সুচনা ফাউন্ডেশন’-এর নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২৮ লাখ ডলার তুলেছেন। ওই অর্থ কোথায় ব্যবহার হয়েছে তা স্পষ্ট নয়। এই অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহার দেখানো হয়েছে।
ডব্লিউএইচও এখনো তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
ঢাকা/ইভা