সিরাজগঞ্জের চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যমুনার দুর্গম ঘোরজান ইউনিয়নের মুরাদপুর-কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘবদ্ধ ১০ থেকে ১২ জনের ডাকাতদল খামারিকে শ্বাসরোধে খুন করে বস্তায় ভরে রাখে। এরপর খামার থেকে ৫টি গরু লুট করে সটকে পড়ে।  

নিহত খামারি তারা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া পশ্চিম জোতপাড়ার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ও তার নাতি ইব্রাহিম হোসেন মুরাদপুর-কাউলিয়া চরে অস্থায়ী সেড তৈরি করে গরুর খামার গড়েন। সেখানেই রাতে থাকতেন। তারার মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখা হয়েছিল। তবে শেষপর্যন্ত তিনি প্রাণে রক্ষা পান। 

এদিকে, খবর পেয়ে চৌহালী থানা পুলিশ এবং জেলা সদর থেকে ডিবি পুলিশের পৃথক দু’টি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ অপরাধীদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা যায়। 

ডিবি পুলিশের ওসি মো.

একরামুল হোসাইন বলেন, ডাকাতির খবর পেয়ে যমুনার ওই দুর্গম চরে গিয়ে দুর্বৃত্তদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

চৌহালীর ওসি সাখাওয়াত হোসেন বুধবার সকাল নয়টায় জানান, সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খামারে ঢুকে তাঁরা মিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ৫টি গরু লুট করে পালিয়ে যায়। ডাকাত দল তাঁরা মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখলেও শেষপর্যন্ত তিনি মারা যাননি। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ক উল য়

এছাড়াও পড়ুন:

আইভীর জামিন নাকচ

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য জানিয়েছেন।

৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক এ মেয়র। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন তিনি।

সেলিনা হায়াত আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।

তিনি জানান, একই দিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করেন বিচারক। মিনারুল হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক কাইউম।

এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের করা মামলা দুটিতে তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ এ আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

সম্পর্কিত নিবন্ধ