দীঘিনালার নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম ঢাকা থেকে গ্রেপ্তার
Published: 21st, May 2025 GMT
দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এরপর রাতেই তাঁকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়। সেখানে আগের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাহমুদা বেগম তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র নারী ইউপি চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের ২৮ নভেম্বর মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন। এ ছাড়া তিনি দীঘিনালা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বপালন করছেন।
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
ওসি মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, মাহমুদা বেগমের বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী থানা-পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগমকে আটক করে। বর্তমানে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে সেনাসদস্যের পা ভেঙে দিল দুর্বৃত্তরা, আটক ৫
মাদারীপুরের রাজৈর উপজেলায় ইঞ্জিনচালিত নৌকায় উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় এক সেনাসদস্যের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সেনাসদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) নয়ানগর গ্রামের নকুল বৈদ্যের ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্ত পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদারীপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃণাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১) ও আশুতোষ ভক্ত (৬৫)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়ানগর গ্রামে প্রশান্ত বৈদ্যের বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় গত শনিবার দুপুরে উচ্চ শব্দে গান বাজান একদল লোক। তখন নৌকা নিয়ে তাঁদের সরে যেতে বলেন প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে গতকাল বিকেলে প্রশান্তর ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাঁ পা ভেঙে দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত প্রশান্তকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরামর্শ দেন।
রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার বলেন, তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার সিএমএইচে নেওয়ার জন্য বলা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাসদস্য প্রশান্তকে হাতুড়ি পেটার ঘটনায় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।