জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সাত ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
Published: 22nd, May 2025 GMT
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চিলাহাটীগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রংপুর ডিপোর উদ্দেশে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় পৌঁছালে এর একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ডাউনলাইনে চিলাহাটী থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস এবং আপলাইনে ঢাকা থেকে চিলাহাটীগামী চিলাহাটী এক্সপ্রেস, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে ট্রেনের একটি ট্যাংকারের তিনটি চাকা লাইনে তোলা হয় এবং ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়। পরে রেললাইন মেরামত শেষে আজ ভোর সাড়ে চারটায় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেনগুলো পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় ঘণ্টা পাঁচবিবি রেলস্টেশনে আটকে ছিল। আমরা ভোগান্তিতে পড়েছিলাম।’
জয়পুরহাট স্টেশনের মাস্টার নাহিদা আকতার বলেন, পুরানাপৈল এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। এ জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইনচ য ত
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত
ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আরিফ মিয়া একই এলাকার আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন সাগর। তিনিও ওই এলাকার সুরুজ আলীর ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বলেন, “পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
আরো পড়ুন:
স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা
বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৬ দিন পর মৃত্যু
নিহত আরিফের ভাতিজা দিদার বলেন, “আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। রাস্তায় ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আমার চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা চাচা আরিফকে নিয়ে সাগরের বাড়িতে যাই। সেখানে গেলে সাগর চাচা আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে ওঠেন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। রবিবার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আমার চাচা আরিফের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে চাচার বুকে আঘাত করেন। ঘটনাস্থলেই চাচা মারা যান।”
দিদার অভিযোগ করেন, “সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা কারবারি। আমার চাচা আরিফসহ সাখাওয়াত হোসেন সাগর চারজনকে হত্যা করেছে। আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা আছে কিনা, যাচাই করতে হবে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ