যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রামের মিরসরাইয়ের নেতা গিয়াস উদ্দিন। 

শুক্রবার (২৩ মে) সকালে স্ত্রীসহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকয় অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে মিরসরাই থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা থেকে গিয়াস উদ্দিনকে মিরসরাইয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, “গ্রেপ্তার গিয়াস উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলার চেয়ারম্যান ছিলেন।”

আরো পড়ুন:

পদ্মার বালুমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

হাইমচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

তিনি আরো বলেন, “২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করে মিরসরাই আনা হচ্ছে। শনিবার (২৪ মে) তাকে আদালতে হাজির করা হবে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ ম রসর ই

এছাড়াও পড়ুন:

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১

ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে রাজু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার বাসায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি।

উদ্ধার নকল পণ্যের মধ্যে রয়েছে– ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও  একটি ডিজিটাল স্কেল। 

সম্পর্কিত নিবন্ধ