থ্রি–ডি ভিডিও কলিং প্ল্যাটফর্ম আনছে গুগল, যে সুবিধা পাওয়া যাবে
Published: 23rd, May 2025 GMT
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির চেহারা দেখা যাওয়ায় বেশ স্বচ্ছন্দে কথা বলা যায়। এবার এ প্রযুক্তির উন্নয়নে থ্রি–ডি (ত্রিমাত্রিক) প্রযুক্তির ভিডিও কলিং প্ল্যাটফর্ম ‘গুগল বিম’ আনতে যাচ্ছে গুগল। প্ল্যাটফর্মটিতে কথা বলার সময় মনে হবে অপর প্রান্তে থাকা ব্যক্তি সামনে বসে আছেন।
গুগল জানিয়েছে, থ্রি–ডি প্রযুক্তির গুগল বিম প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা মুখোমুখি বসে কথা বলার অনুভূতি পাবেন। প্ল্যাটফর্মটিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভলিউমেট্রিক ভিডিও প্রযুক্তি, যা টু–ডি ভিডিওকে থ্রি–ডি প্রযুক্তিতে রূপান্তর করে দেবে। প্রযুক্তিটি মূলত করপোরেট গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে গুগল বিম প্ল্যাটফর্ম চালু করা হতে পারে।
নতুন এই ভিডিও যোগাযোগপ্রযুক্তির জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হবে। যন্ত্রটিতে ছয়টি ক্যামেরার সমন্বয়ে একটি ক্যামেরা অ্যারে এবং কাস্টম লাইট ফিল্ড ডিসপ্লে থাকবে, যা উন্নত এআই প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের মুখাবয়ব ও গতিবিধির থ্রি–ডি প্রতিচ্ছবি তৈরি করতে পারে। গুগলের দাবি, দূরে অবস্থান করলেও প্ল্যাটফর্মটির মাধ্যমে সরাসরি সাক্ষাতের অনুভূতি পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, গুগল বিম প্ল্যাটফর্মে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম গতিতে ভিডিও কল করা যাবে। চাইলে রিয়েল টাইম ভাষা অনুবাদ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলের সময় এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করেও শোনা যাবে প্ল্যাটফর্মটিতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম ভ ড ও কল ব যবহ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।