ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির চেহারা দেখা যাওয়ায় বেশ স্বচ্ছন্দে কথা বলা যায়। এবার এ প্রযুক্তির উন্নয়নে থ্রি–ডি (ত্রিমাত্রিক) প্রযুক্তির ভিডিও কলিং প্ল্যাটফর্ম ‘গুগল বিম’ আনতে যাচ্ছে গুগল। প্ল্যাটফর্মটিতে কথা বলার সময় মনে হবে অপর প্রান্তে থাকা ব্যক্তি সামনে বসে আছেন।

গুগল জানিয়েছে, থ্রি–ডি প্রযুক্তির গুগল বিম প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা মুখোমুখি বসে কথা বলার অনুভূতি পাবেন। প্ল্যাটফর্মটিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভলিউমেট্রিক ভিডিও প্রযুক্তি, যা টু–ডি ভিডিওকে থ্রি–ডি প্রযুক্তিতে রূপান্তর করে দেবে। প্রযুক্তিটি মূলত করপোরেট গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে গুগল বিম প্ল্যাটফর্ম চালু করা হতে পারে।

নতুন এই ভিডিও যোগাযোগপ্রযুক্তির জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হবে। যন্ত্রটিতে ছয়টি ক্যামেরার সমন্বয়ে একটি ক্যামেরা অ্যারে এবং কাস্টম লাইট ফিল্ড ডিসপ্লে থাকবে, যা উন্নত এআই প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের মুখাবয়ব ও গতিবিধির থ্রি–ডি প্রতিচ্ছবি তৈরি করতে পারে। গুগলের দাবি, দূরে অবস্থান করলেও প্ল্যাটফর্মটির মাধ্যমে সরাসরি সাক্ষাতের অনুভূতি পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, গুগল বিম প্ল্যাটফর্মে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম গতিতে ভিডিও কল করা যাবে। চাইলে রিয়েল টাইম ভাষা অনুবাদ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলের সময় এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করেও শোনা যাবে প্ল্যাটফর্মটিতে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম ভ ড ও কল ব যবহ র

এছাড়াও পড়ুন:

জেরুজালেমে প্রায় ৫০০ বছরের পুরোনো মাজার দখল করে বাড়িতে রূপান্তর করেছেন এক ইসরায়েলি

জেরুজালেমের প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক ইসলামি নিদর্শন শেখ আহমেদ আল-দাজানির মাজার দখল করেছেন ইসরায়েলের এক বসতি স্থাপনকারী। মাজারটিকে তিনি ব্যক্তিগত বাড়িতে রূপান্তর করেছেন।

বৃহস্পতিবার জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই ব্যক্তি মাজারটির মূল তালা ভেঙে ভেতরে নিজের আসবাব নিয়ে ঢুকেছেন। নতুন তালা লাগিয়েছেন। বিদ্যুৎ, পানিসহ অন্যান্য প্রয়োজনীয় সংযোগের ব্যবস্থা করে সেখানে থাকতে শুরু করেন।

ওই ইসরায়েলি বসতি স্থাপনকারী মাজারের ভেতরে থাকা শেখ আহমেদের কবর এবং বাইরের দেয়ালে থাকা পরিচিতি ফলকটিও খুলে ফেলেছেন। ফলকটিতে স্থাপনাটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব লেখা ছিল।

মাজার দেখভালের দায়িত্বে থাকা দাজানি পরিবারের এক সদস্য নিয়মিত পরিদর্শনের সময় মাজার দখলের ঘটনা সম্পর্কে জানতে পারেন। এরপর পরিবারটি দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে।

বুধবার ওই বসতি স্থাপনকারীকে মাজার থেকে সরিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। তবে এখনো মাজারের নতুন চাবি দাজানি পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। পৌর কর্তৃপক্ষের আচরণকে ‘পরিবারটির মাজারে প্রবেশ ও তত্ত্বাবধানের অধিকারের আরেকটি লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে জেরুজালেম গভর্নরেট।

জেরুজালেম গভর্নরেট ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক কাঠামোর অংশ। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে জেরুজালেম শহরটি দখল করে রেখেছে। জেরুজালেম পৌর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।

মাজার দখলের ঘটনার জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে দায়ী করেছে জেরুজালেম গভর্নরেট। এ ঘটনাকে তারা ‘পূর্ণমাত্রার অপরাধ’ এবং ‘জেরুজালেমের আরব, ইসলামি ও খ্রিষ্টান পরিচয় বদলে দেওয়ার লক্ষ্যে চলমান ঔপনিবেশিক প্রকল্পের অংশ’ বলে উল্লেখ করেছে।

জেরুজালেমের মুসলমান ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), জাতিসংঘ মানবাধিকার পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

সম্পর্কিত নিবন্ধ