গাজায় ত্রাণ ট্রাকের নিরাপত্তায় নিয়োজিতদের ওপর ইসরায়েলি হামলা
Published: 23rd, May 2025 GMT
ডাকাতদের ঠেকাতে ত্রাণ ট্রাক পাহারা দেওয়ায় নিয়োজিত কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলায়। শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি ১১ সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি সপ্তাহে সীমিত পরিসরে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার কেরেম শালোম ক্রসিং পয়েন্ট থেকে ১০৭টি ট্রাক আটা, অন্যান্য খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে।
এই সামান্য ত্রাণ তাঁবু ও অন্যান্য অস্থায়ী বাসস্থানে আশ্রয় নেওয়া লোকদের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
ফিলিস্তিনি সাহায্য গোষ্ঠীগুলির একটি ছাতা নেটওয়ার্ক জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবাদের মুখে সোমবার ইসরায়েল অবরোধ শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে। কিন্তু খান ইউনিস শহরের কাছে কিছু পুরুষ, যাদের মধ্যে কয়েকজন সশস্ত্র, লুটপাটের কারণে বিতরণ ব্যাহত হচ্ছে।
নেটওয়ার্কটি এক বিবৃতিতে বলেছে, “তারা তীব্র ক্ষুধার্ত শিশু এবং পরিবারের জন্য তৈরি খাবার চুরি করেছে।”
সাহায্য গোষ্ঠীর নেটওয়ার্কটি আরো জানিয়েছে, গাজায় আসা সাহায্যের পরিমাণ এখনও অপর্যাপ্ত এবং এতে কেবলমাত্র কিছু সরবরাহ অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের চুক্তি ছিল একটি ‘প্রতারণামূলক কৌশল’ যাতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো আন্তর্জাতিক চাপ এড়ানো যায়।
হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ত্রাণের ট্রাক পাহারা দেওয়ার দায়িত্বে থাকা নিরাপত্তা দলের ছয় সদস্য নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সকালে জানিয়েছে, তারা রাতে গাজায় আরো হামলা চালিয়েছে, অস্ত্র সংরক্ষণের সুবিধা এবং রকেট লঞ্চার সহ ৭৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ফিলিস্তিনি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল প রব শ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে