গাজায় ত্রাণ ট্রাকের নিরাপত্তায় নিয়োজিতদের ওপর ইসরায়েলি হামলা
Published: 23rd, May 2025 GMT
ডাকাতদের ঠেকাতে ত্রাণ ট্রাক পাহারা দেওয়ায় নিয়োজিত কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলায়। শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি ১১ সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি সপ্তাহে সীমিত পরিসরে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার কেরেম শালোম ক্রসিং পয়েন্ট থেকে ১০৭টি ট্রাক আটা, অন্যান্য খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে।
এই সামান্য ত্রাণ তাঁবু ও অন্যান্য অস্থায়ী বাসস্থানে আশ্রয় নেওয়া লোকদের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
ফিলিস্তিনি সাহায্য গোষ্ঠীগুলির একটি ছাতা নেটওয়ার্ক জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবাদের মুখে সোমবার ইসরায়েল অবরোধ শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে। কিন্তু খান ইউনিস শহরের কাছে কিছু পুরুষ, যাদের মধ্যে কয়েকজন সশস্ত্র, লুটপাটের কারণে বিতরণ ব্যাহত হচ্ছে।
নেটওয়ার্কটি এক বিবৃতিতে বলেছে, “তারা তীব্র ক্ষুধার্ত শিশু এবং পরিবারের জন্য তৈরি খাবার চুরি করেছে।”
সাহায্য গোষ্ঠীর নেটওয়ার্কটি আরো জানিয়েছে, গাজায় আসা সাহায্যের পরিমাণ এখনও অপর্যাপ্ত এবং এতে কেবলমাত্র কিছু সরবরাহ অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের চুক্তি ছিল একটি ‘প্রতারণামূলক কৌশল’ যাতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো আন্তর্জাতিক চাপ এড়ানো যায়।
হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ত্রাণের ট্রাক পাহারা দেওয়ার দায়িত্বে থাকা নিরাপত্তা দলের ছয় সদস্য নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সকালে জানিয়েছে, তারা রাতে গাজায় আরো হামলা চালিয়েছে, অস্ত্র সংরক্ষণের সুবিধা এবং রকেট লঞ্চার সহ ৭৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ফিলিস্তিনি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল প রব শ
এছাড়াও পড়ুন:
নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে
ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার নবজাতকও। বুধবার ইসরায়েলি হামলায় এক নবজাতকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং এক সপ্তাহ বয়সী শিশু রয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দারাজ পাড়ার জাবালিয়া বাস স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার পূর্ব দিকে অবস্থিত এক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, মায়েন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি বাড়িতে অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল।
খান ইউনিসে এর আগে কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটবর্তী আবাসিক এলাকা আল-কাবিরা শহরে আরো চারজন নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ