ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে নিজ ঘরে বেঁধে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীর স্বজনেরা। শুক্রবার (২৩ মে) দিনেদুপুরে পৌর এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এক নারী পানি খাওয়ার কথা বলে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তিটিও বাড়ি খালি থাকার সুযোগে ঘরে ঢুকে পড়েন। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে জয়নাল মিয়ার স্ত্রীকে বেঁধে ও মুখে কাপড় গুঁজে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তারা। এসময় ওই গৃহবধূ ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থলবন্দরের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, গ্লাভস ও কিছু স্বর্ণালংকার।

আটককৃতরা হলেন- জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি (২৪) ও চক চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)। তারা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন।

আরো পড়ুন:

শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

জয়নাল মিয়ার আত্মীয় ফরহাদুল ইসলাম পারভেজ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে, আটককৃতদের কাছ থেকে সব স্বর্ণ উদ্ধার করা যায়নি। কিছু স্বর্ণালংকার তারা গিলে ফেলেছে।’’

জয়নাল মিয়া বলেন, ‘‘জুমার নামাজের সময় বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুই জন বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিব।’’

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ছমিউদ্দিন বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/পলাশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র ল ট জয়ন ল ম য়

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ