পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট
Published: 23rd, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে নিজ ঘরে বেঁধে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীর স্বজনেরা। শুক্রবার (২৩ মে) দিনেদুপুরে পৌর এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এক নারী পানি খাওয়ার কথা বলে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তিটিও বাড়ি খালি থাকার সুযোগে ঘরে ঢুকে পড়েন। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে জয়নাল মিয়ার স্ত্রীকে বেঁধে ও মুখে কাপড় গুঁজে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তারা। এসময় ওই গৃহবধূ ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থলবন্দরের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, গ্লাভস ও কিছু স্বর্ণালংকার।
আটককৃতরা হলেন- জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি (২৪) ও চক চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)। তারা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন।
আরো পড়ুন:
শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে
জয়নাল মিয়ার আত্মীয় ফরহাদুল ইসলাম পারভেজ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে, আটককৃতদের কাছ থেকে সব স্বর্ণ উদ্ধার করা যায়নি। কিছু স্বর্ণালংকার তারা গিলে ফেলেছে।’’
জয়নাল মিয়া বলেন, ‘‘জুমার নামাজের সময় বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুই জন বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিব।’’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/পলাশ/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র ল ট জয়ন ল ম য়
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কাঁচা বাজারে, নিহত ২
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে কাঁচা বাজারে ঢুকে পড়ে। এসময় ট্রাক চাপায় বাজার করতে আসা দুইজন ক্রেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুমড়ে মুচড়ে যায় দুটি অটোরিকশা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছেন ড্রাইভার।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা-সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘‘৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি গাছবোঝাই ট্রাক আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। বাজারের ভেতরে ঢুকে একটি গাছের সাথে ধাক্কা লেগে থামে। এসময় এ ট্রাকটির চাপায় বাজার করতে আসা দুইজন নিহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’
তিনি জানান, এসময় অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রুমন/টিপু