পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট
Published: 23rd, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে নিজ ঘরে বেঁধে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীর স্বজনেরা। শুক্রবার (২৩ মে) দিনেদুপুরে পৌর এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এক নারী পানি খাওয়ার কথা বলে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তিটিও বাড়ি খালি থাকার সুযোগে ঘরে ঢুকে পড়েন। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে জয়নাল মিয়ার স্ত্রীকে বেঁধে ও মুখে কাপড় গুঁজে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তারা। এসময় ওই গৃহবধূ ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থলবন্দরের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, গ্লাভস ও কিছু স্বর্ণালংকার।
আটককৃতরা হলেন- জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি (২৪) ও চক চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)। তারা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন।
আরো পড়ুন:
শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে
জয়নাল মিয়ার আত্মীয় ফরহাদুল ইসলাম পারভেজ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে, আটককৃতদের কাছ থেকে সব স্বর্ণ উদ্ধার করা যায়নি। কিছু স্বর্ণালংকার তারা গিলে ফেলেছে।’’
জয়নাল মিয়া বলেন, ‘‘জুমার নামাজের সময় বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুই জন বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিব।’’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/পলাশ/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র ল ট জয়ন ল ম য়
এছাড়াও পড়ুন:
পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করেন ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
পুশইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও তার মেয়ে কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমকালকে জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।