কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে কাঁচা বাজারে ঢুকে পড়ে। এসময় ট্রাক চাপায় বাজার করতে আসা দুইজন ক্রেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুমড়ে মুচড়ে যায় দুটি অটোরিকশা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছেন ড্রাইভার।

শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা-সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো.

হালিম মিয়া (৬০)।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘‘৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি গাছবোঝাই ট্রাক আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়।  বাজারের ভেতরে ঢুকে একটি গাছের সাথে ধাক্কা লেগে থামে। এসময় এ ট্রাকটির চাপায় বাজার করতে আসা দুইজন নিহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’

তিনি জানান, এসময় অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ 

মানিকগঞ্জের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হয়। এসময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এর আদালতে ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাত দিনের রিমান্ড শুনানি হয়। এতে মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এসময় আদালত চত্বরে মমতাজের শাস্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে ও প্রিজনভ্যানে তোলার সময় মমতাজের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তাঁর শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আদালত পুলিশের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালে ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। 

ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা
  • সড়কে হাঁস-মুরগির বাজারে ট্রাকচাপায় নিহত ২, আহত ১০
  • সড়কে হাঁস-মুরগির বাজার, ট্রাকচাপায় নিহত ২, আহত ১০
  • ভৈরবে মালবোঝাই ট্রাক ঢুকে পড়ল বাজারে, প্রাণ গেল একজনের
  • কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম: কাজল
  • ৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ 
  • বন্দরে বৃদ্ধ দাদন হত্যার ঘটনায় মামলা, জামাতা গ্রেপ্তার 
  • রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে আগুন
  • সাংবাদিক জিসানের মুক্তি দাবি ও হামলা, মামলার প্রতিবাদে বিক্ষোভ