খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইটবাহী ট্রাক্টর উল্টে চারজন আহত হয়েছে। মুহূর্তে আগুন ধরে কাভার্ডভ্যানটিও পুড়ে গেছে।

আহতরা হলেন, মো. রহিম, মো. শাহিন, মো. রমজান আলী ও থৈঅংগ্য মারমা। তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শনিবার (২৪ মে) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও আন্তঃজেলা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ারে সার্ভিসের একটি কাভার্ডভ্যান খাগড়াছড়ি জেলা শহরে ফেরার পথে আলুটিলার ময়লাটিলা নামক স্থানে পৌঁছালে ইটবাহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টরটি দু'ভাগে বিভক্ত হয়ে সড়কের উল্টে গেলে ছিটকে পড়ে চালক-শ্রমিকরা। এ সময় আগুন ধরে যায় কাভার্ডভ্যানেও।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

এদিকে দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। সেখান থেকে সদর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদান করেন তিনি।

ঢাকা/রূপায়ন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ইটব হ

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত