রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ মে রিহ্যাব সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান’ বিষয়ে গবেষণাকাজের জন্য এই চুক্তি করা হয়েছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান আমির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন মোহাম্মাদ মাসুম ইকবাল, রিয়েল এস্টেট বিভাগের শিক্ষক মো.

রায়হানুল ইসলাম, নাফিসা ফরিদ ও শাকিল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, পরিচালক সেলিম রাজা, রিয়েল এস্টেট অ্যান্ড রিসার্চ স্ট্যান্ডিং কমিটির কো–চেয়ারম্যান এস এম পলাশ প্রমুখ।

এই চুক্তির আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জিডিপিতে আবাসন খাতের অবদান, প্রতিবছর কয়টি ফ্ল্যাট তৈরি হয়, কয়টি বিক্রি হয়, কোথায় কী ধরনের ফ্ল্যাটের চাহিদা, এই খাতে কত লোক কাজ করছে, কত টাকা বিনিয়োগ হচ্ছে—এসব বিষয় গবেষণা করবে এবং সেটি রিহ্যাবের মাধ্যমে প্রকাশ করবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র য় ল এস ট ট

এছাড়াও পড়ুন:

বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২৩৫ ফুট নিচে দুর্ঘটনায় চীনা প্রকৌশলীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১ হাজার ২৩৫ ফুট ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত ওই প্রকৌশলী হলেন খনির পালা ব্যবস্থাপক ওয়াং জিয়ান গুয়ো (৫৫)। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে খনির ১৩০৫ নম্বর ধাপে (ফেজ) এ দুর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, খনির সরঞ্জাম ভেতরের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার কাজ চলছিল। এ সময় অসাবধানবশত স্টিলরোপের সঙ্গে আটকে গুরুতর আহত হন ওয়াং জিয়ান; পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বড়পুকুরিয়া কয়লাখনির পাশে বিস্ফোরণে এক শিশুর ডান কবজি উড়ে গেছে। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে। আহত শিশুর নাম ইলিয়াস হোসেন (১০)। সে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ছালেফিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত নিবন্ধ