ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
Published: 24th, May 2025 GMT
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের এসোসিয়েট গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) শহরের টানবাজারে ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৎ
নির্বাচনে ভোট গ্রহণ ও গননার পর এসোসিয়েট গ্রুপের ৮ জন প্রার্থীয় মধ্যে মো. মজিবুর রহমান, ফয়সাল আহাম্মাদ (দোলন), মোহাম্মদ মুসা, মোহাম্মাদ জাহিদ হাসান, মো.
এর আগে সাধারণ গ্রুপের ১৬ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। এতে বানিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী অবশিষ্ট ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ গ্রুপের ১৫ জন নির্বাচিত সদস্যগণ হলেন, এম, সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জীত রায়, আলহাজ্ব মো. মজিবুর রহমান, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মোহাম্মদ আকরাম, শ্রী গৌতম সাহা, মো. তাইজু উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন এবং মো. বিল্লাল হোসেন।
এ নির্বাচন বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন শ্রী প্রবীর কুমার সাহা। সদস্যরা হলেন ব্যারিস্টার মেহেদী হাসান ও মো. হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহাম্মাদ আইউব। এ বোর্ডের সদস্যরা হলেন আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মো. মকবুল হোসেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন এস স য়
এছাড়াও পড়ুন:
জবির ডিবেটিং সোসাইটির সেক্রেটারির ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ গ্রেপ্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার চাঁদপুরের দক্ষিণ মতলব থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘আমি নিজ বাড়িতে ছিলাম। আমার বাড়ির পাশে কিছু লোক মাদক সেবন করছিল। তাদের নিষেধ করতে গিয়েছিলাম এমন কাজ যাতে তারা না করে। কথা বলার সময় তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়।’
এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ‘ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। সেনাবাহিনী ও পুলিশের টিম হামলাকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে বিষয় অভিযান চলছে।’