সোনারগাঁয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। শনিবার সন্ধ্যায় বশিরগাঁও এলাকায় শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপনে জামপুর ইউনিয়ন বিএনপির এক সভায়  তিনি  সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।  

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগষ্টের আগে আজহারুল ইসলাম মান্নানের এক রূপ ছিল। এখন তিনি ভিন্ন রূপ ধারণ করেছেন। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী। তাকে এমপি হতে হলে আগের রূপে ফিরে যেতে হবে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে তিনি খুব খারাপ আচরণ করে থাকেন। এখন সুবাধাবাদী ও টাকাওয়ালাদের মূল্যায়ন করে তিনি পাড় পাবেন না। সন্ত্রাসীদের দিন শেষ।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তারা এখন দূরে সরে গেছে। তাদের কাছে টেনে মূল্যায়ন করতে হবে। তা না হলে দল ক্ষতিগ্রস্থ হবে।

সভায় নেতারা অভিযোগ করেন, আজহারুল ইসলাম মান্নান বিএনপির সভা সমাবেশ তার বাসায় আয়োজন করে থাকেন। ফলে অনেক নেতাকর্মী তার বাসায় গিয়ে সভায় অংশ নেন না। তবে তার বাসায় সভা না করে দলীয় কার্যালয়ে করলেই নেতাকর্মীদের মধ্যে দলের প্রতি ভালবাসা সৃষ্টি হবে।

তাদের অভিযোগ সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়াকে কোন প্রকার তদন্ত না করেই টাকার বিনিময়ে বহিস্কার করেছেন। তিনি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে বহিস্কার করা হয়। আশরাফ ভূঁইয়া তার দলীয় নেতা হলেও তার পক্ষে তিনি কোন প্রকার অবস্থান নেননি।

সভায় নেতাকর্মীরা অভিযোগ করেন, কোন সভা সমাবেশে নেতাকর্মীরা কথা বলতে গেলেই তিনি কথা বলতে বাধাগ্রস্থ করেন। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। কারো কথাকে তিনি মূল্যায়ন করেন না। দলীয় নেতাকর্মীদের কথার মূল্যায়ন করতে হবে। বড় জিপগাড়ী দিয়ে তার সামনে সুবিধাবাদীরা গেলেই মূল্যায়ন করেন।

সূত্র জানায়, আওয়ামীলীগের শাসন আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছেন তাদের এখন আজহারুল ইসলাম মান্নান কাছ টেনে নিয়েছেন। বিগত ১৭বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম সহ্য করেছেন তাদের তিনি অবমূল্যায়ন করে যাচ্ছেন।

গত শুক্রবার বিকেলে বিএনপির একটি সভায়ও মাসুম রানা নামের এক বিএনপির সুবিধাবাদি নেতার বিদ্ধাচারণ করে বক্তব্য দিয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেরও মান্নানের ওপর ক্ষোভ ঝেড়েছেন।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার বলেন, তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে। তাকে বিনা দোষে বহিস্কার করা হয়েছে। তার জমি প্রভাবশালীরা দখল করে নিচ্ছেন তাকে তিনি বাধা দিয়েছেন। এ অভিযোগে তাকে বহিস্কার করেছেন।

বর্তমানে ত্যাগীদের মূল্যায়ন পাচ্ছে না। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মিয়া বলেন, ত্যাগীদের কেউ অবমূল্যায়ন করলে আমরা বসে থাকবো না। প্রতিবাদ করবোই। প্রতিবাদের মাধ্যমেই আমাদের অধিকার আদায় করবো। এর আগেও একটি সভা বয়কট করেছি।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ আজহ র ল ইসল ম ম ন ন ন ন ত কর ম দ র ব এনপ র স ন ব এনপ র স ন রগ কর ছ ন উপজ ল

এছাড়াও পড়ুন:

কোয়েটাকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ