সংগীতে বিশেষ অবদানের জন্য লাবণ্য অ্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী ও ক্রীড়া সংগঠক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
একদিকে দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন; অন্যদিকে সংগীতের ভুবনে তার সরব ও সৃজনশীল উপস্থিতি প্রশংসিত হয়ে চলেছে। করপোরেট ও ক্রীড়াঙ্গনের পাশাপাশি সুরের জগতেও তিনি রেখে চলেছেন আলোকিত পদচিহ্ন।
সম্প্রতি রাজধানীর কচিকাচার মেলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ডনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ডনের পাশাপাশি দেশের জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পীও এই সম্মাননা পেয়েছেন।
আরো পড়ুন:
নাচে-গানে রং ছড়ালেন আদর-পূজা (ভিডিও)
বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড
পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। সেখানে নিজের মৌলিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেন ডন। তার কণ্ঠে প্রাণ পেয়েছে গান, আর শ্রোতাদের করতালিতে ধ্বনিত হয়েছে সম্মান ও ভালোবাসা।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে ডন বলেন, “এটাই আমার সংগীতজীবনের প্রথম পুরস্কার নয়; তবে লাবণ্য অ্যাওয়ার্ড আমার ভেতরে নতুন এক অনুপ্রেরণা জাগিয়েছে। সংগীতের প্রতি ভালোবাসা আরো গভীর হলো। সামনে আরো মৌলিক গান উপহার দিতে চাই।”
সংগীতচর্চার পাশাপাশি যারা সমাজে নানাভাবে অবদান রাখছেন— ডন তাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত