রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘উন্মাদ’—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে মস্কো। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সবাই অত্যধিক আবেগের মধ্যে রয়েছে। একই সঙ্গে ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনায় সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তাঁর কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি “উন্মাদ” হয়ে গেছেন!’ এ সময় তিনি মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন।

ট্রাম্পের মন্তব্যে ক্রেমলিন কতটা উদ্বিগ্ন—এমন প্রশ্নে ভ্লাদিমির দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই অনেক প্রচেষ্টা চালিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। আলোচনার প্রক্রিয়া শুরুতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্পের প্রতি রাশিয়া সত্যিকার অর্থেই কৃতজ্ঞ।

পেসকভ আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে সবার জন্য এ সময়টা খুব গুরুত্বপূর্ণ। (শান্তিপ্রক্রিয়ায়) জড়িত সবার ‘অত্যধিক আবেগ ও আবেগময় প্রতিক্রিয়ার’ সঙ্গে এর সংযোগ রয়েছে। সব প্রতিক্রিয়া রাশিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে দেশের নিরাপত্তার স্বার্থে যেসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, পুতিন সেগুলোই নিচ্ছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ