হাজার হাজার দর্শকদের সামনে লাইভ পারফরম্যান্স করাটা যে কতটা শক্ত ব্যাপার, তা একমাত্র শিল্পীরাই জানেন। সামান্য গাফিলতিও এক এক সময় বিরাট আকার ধারণ করে। শারীরিক বা মানসিক সমস্যাকে অতিক্রম করেও পেশাদারিত্বের পরিচয় দিতে হয় শিল্পীদের। এবার তেমনই একটি ঘটনা ঘটে গেল কলম্বিয়ান পপস্টার শাকিরার সঙ্গে।

এই মুহূর্তে নিজের গানে সারাবিশ্বকে মাতাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন পপস্টার শাকিরা। কনসার্টের নাম লাস্ট মুহেরেস ইয়া নো লোরান। বাংলায় যার অর্থ, মেয়েরা আর কাঁদবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কনসার্টে ভিড় করছেন গায়িকার গান শোনার জন্য।

সম্প্রতি কানাডার মন্ট্রিলে এ অনুষ্ঠান চলাকালেই ঘটে যায় একটি দুর্ঘটনা। গান গাইতে গাইতে আচমকাই মাটিতে পড়ে যান শাকিরা। খবর টাইমস অব ইন্ডিয়ার। গায়িকাকে স্টেজের মধ্যে পড়ে যেতে দেখে যখন উপস্থিত লাখো দর্শক চিন্তিত, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ফের মঞ্চে উঠে দাঁড়ায় শাকিরা। শুধু তাই নয়, অবলীলায় আবার নাচ করতে করতে গান ধরেন তিনি।

কানাডায় চলতে থাকা অনুষ্ঠানে আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অনুরাগীরা প্রাথমিকভাবে শাকিরাকে নিয়ে চিন্তিত হলেও যেভাবে আবার নিজেকে সামলে নেন শাকিরা, তা দেখে সবার মুখে একটাই কথা, এভাবেও ফিরে আসা যায়। এটাকেই বোধহয় পেশাদারিত্ব বলে।

শাকিরার পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আপামর জনগণ। কেউ কেউ লেখেন, ‘আপনি সত্যি রানী’। কেউ কেউ আবার গায়িকার পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘অসামান্য পেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন দেখালেন আপনি’।
তবে যতই পেশাদারিত্ব দেখান না কেন, গায়িকা আচমকা মঞ্চে পড়ে গিয়ে তিনি যে ভালোই আঘাত পেয়েছেন, সেটা ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিও দেখে অনেকেই তাই শাকিরার সুস্থতা কামনা করেও কমেন্ট করেছেন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা