হাজার হাজার দর্শকদের সামনে লাইভ পারফরম্যান্স করাটা যে কতটা শক্ত ব্যাপার, তা একমাত্র শিল্পীরাই জানেন। সামান্য গাফিলতিও এক এক সময় বিরাট আকার ধারণ করে। শারীরিক বা মানসিক সমস্যাকে অতিক্রম করেও পেশাদারিত্বের পরিচয় দিতে হয় শিল্পীদের। এবার তেমনই একটি ঘটনা ঘটে গেল কলম্বিয়ান পপস্টার শাকিরার সঙ্গে।

এই মুহূর্তে নিজের গানে সারাবিশ্বকে মাতাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন পপস্টার শাকিরা। কনসার্টের নাম লাস্ট মুহেরেস ইয়া নো লোরান। বাংলায় যার অর্থ, মেয়েরা আর কাঁদবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কনসার্টে ভিড় করছেন গায়িকার গান শোনার জন্য।

সম্প্রতি কানাডার মন্ট্রিলে এ অনুষ্ঠান চলাকালেই ঘটে যায় একটি দুর্ঘটনা। গান গাইতে গাইতে আচমকাই মাটিতে পড়ে যান শাকিরা। খবর টাইমস অব ইন্ডিয়ার। গায়িকাকে স্টেজের মধ্যে পড়ে যেতে দেখে যখন উপস্থিত লাখো দর্শক চিন্তিত, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ফের মঞ্চে উঠে দাঁড়ায় শাকিরা। শুধু তাই নয়, অবলীলায় আবার নাচ করতে করতে গান ধরেন তিনি।

কানাডায় চলতে থাকা অনুষ্ঠানে আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অনুরাগীরা প্রাথমিকভাবে শাকিরাকে নিয়ে চিন্তিত হলেও যেভাবে আবার নিজেকে সামলে নেন শাকিরা, তা দেখে সবার মুখে একটাই কথা, এভাবেও ফিরে আসা যায়। এটাকেই বোধহয় পেশাদারিত্ব বলে।

শাকিরার পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আপামর জনগণ। কেউ কেউ লেখেন, ‘আপনি সত্যি রানী’। কেউ কেউ আবার গায়িকার পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘অসামান্য পেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন দেখালেন আপনি’।
তবে যতই পেশাদারিত্ব দেখান না কেন, গায়িকা আচমকা মঞ্চে পড়ে গিয়ে তিনি যে ভালোই আঘাত পেয়েছেন, সেটা ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিও দেখে অনেকেই তাই শাকিরার সুস্থতা কামনা করেও কমেন্ট করেছেন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’