বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে নিজের কষ্টের কথা জানিয়ে এক ব্যবসায়ী বিষ ট্যাবলেট সেবন করেছেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় ধুনট পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন।

নিহত ব্যবসায়ীর নাম রাসেল আহম্মদ (৩০)। তার বাবার নাম আবু তাহের ওরফে সোনা উদ্দিন। ধুনট শহরের স্কুল মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ অফিসার পাড়ার ওই বাসায় তিনি ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহম্মেদ শহরের প্রথম সারির একজন ব্যবসায়ী। সুখেই চলছিল তার সংসার জীবন। ব্যবসায়িক কাজে চলতি মাসের প্রথম দিকে মালায়েশিয়ায় যান তিনি। সেখান থেকে ১৫ মে নিজ বাসায় ফিরেছেন। মূলত মালেয়শিয়া থেকে বাসায় ফেরার পরই পারিবারিক বিষয়াদি নিয়ে তিনি চরম হতাশায় পড়েন।

এ অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারের সবার সঙ্গে সাক্ষাৎ করে ১০টার দিকে ভাড়া বাড়িতে ফিরে আসেন। এরপর ঘরের দরজা বন্ধ করে নিজের ফেসবুক পেইজে লাইভে গিয়ে মনের কষ্টের কথা বলেন। তিনি টানা ৫৪ মিনিট ৫৮ সেকেন্ড ফেসবুক লাইভে ছিলেন। এসময় পরিবারকে মুক্ত করে দেওয়ার কথাও উল্লেখ করেন। লাইভে কথা বলার মাঝেই তিনি পরপর দুটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন।

এসময় ফেসবুকে লাইভ দেখে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া জানান, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর রাসেল আহম্মেদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এনাম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় ফ সব ক

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ফারুক তালুকদার (৩৬) নামে একজন ইজিবাইক চালককে হত্যা মামলার রায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রমের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো. শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের মো. শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের মো. শামীম ওরফে ভাগ্নে শামীম। 

রায় ঘোষণার সময় আসামী আনিস মল্লিক ও মো. শহীদ শেখ আদালতে হাজির ছিলেন। অন্য দুই আসামি মো. শাজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক ফারুক তালুকদার (৩৬) রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়ার গোপ্ত মানিক গ্রামে মৃত সিদ্দিক তালুকদারের ছেলে। ২০২০ সালের ৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় বিভিন্ন জিনিসের পাশাপাশি একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন ।

মামলায় বলা হয়, ইজিবাইক চালক ফারুককে রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ভাড়া করে দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থলে এনে তাকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মামলায় নিযুক্ত সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট রকিবুল ইসলাম জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ঢাকা/তামিম/টিপু

সম্পর্কিত নিবন্ধ