ঋষভ পন্ত নিজের মান কিছুটা হলেও বাঁচালেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছেন ১১৮ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরির পর ডিগবাজি দিয়ে উদ্‌যাপনেই স্পষ্ট, এটি তাঁর কাছে কতটা বিশেষ। অবশ্য ক্ষতি যা হওয়ার, তা আগেই হয়ে গেছে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বাদ পড়েছে প্লে–অফে ওঠার দৌড় থেকে।

সেঞ্চুরিতে এবার আইপিএলে পন্তের মোট রান দাঁড়াল ১৩ ইনিংসে ২৬৯। মানে পরিসংখ্যানটা খানিকটা ভদ্রস্থ হলো বটে, তবে পন্তের দাম, তারকাখ্যাতি বা সামর্থ্য—সবকিছুর সঙ্গেই ১৩ ইনিংসে এই পারফরম্যান্স বেমানান।

অথচ পন্ত আইপিএলে পা রেখেছিলেন রেকর্ড গড়ে। নিলামে তিনি বিক্রি হন ২৭ কোটি রুপিতে, যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। কিন্তু সে অনুযায়ী কিছুই করতে পারলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। বলা যায়, লক্ষ্ণৌর ২৭ কোটি রুপিই জলে গেছে! অন্তত এই মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নিলে এটা বলাই যায়।

ডিগবাজি দেওয়ার সময়ে পন্ত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা