ঋষভ পন্ত নিজের মান কিছুটা হলেও বাঁচালেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছেন ১১৮ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরির পর ডিগবাজি দিয়ে উদ্‌যাপনেই স্পষ্ট, এটি তাঁর কাছে কতটা বিশেষ। অবশ্য ক্ষতি যা হওয়ার, তা আগেই হয়ে গেছে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বাদ পড়েছে প্লে–অফে ওঠার দৌড় থেকে।

সেঞ্চুরিতে এবার আইপিএলে পন্তের মোট রান দাঁড়াল ১৩ ইনিংসে ২৬৯। মানে পরিসংখ্যানটা খানিকটা ভদ্রস্থ হলো বটে, তবে পন্তের দাম, তারকাখ্যাতি বা সামর্থ্য—সবকিছুর সঙ্গেই ১৩ ইনিংসে এই পারফরম্যান্স বেমানান।

অথচ পন্ত আইপিএলে পা রেখেছিলেন রেকর্ড গড়ে। নিলামে তিনি বিক্রি হন ২৭ কোটি রুপিতে, যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। কিন্তু সে অনুযায়ী কিছুই করতে পারলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। বলা যায়, লক্ষ্ণৌর ২৭ কোটি রুপিই জলে গেছে! অন্তত এই মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নিলে এটা বলাই যায়।

ডিগবাজি দেওয়ার সময়ে পন্ত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’