যে শাহবাগ থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি জানানো হয়েছিল, সেখানে দলটির নেতা এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা পাওয়া আজহার আপিল বিভাগ থেকে খালাস পেয়ে বলেছেন, গলায় রশির পরিবর্তে ফুলের মালা পাচ্ছি।
আগের দিন সর্বোচ্চ আদালতের রায়ের পর গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন এটিএম আজহার মুক্তি পান। ২০১৪ সালে মৃত্যুদণ্ড ঘোষণার পর প্রায় ১০ বছর ফাঁসির আসামির কনডেম সেলে ছিলেন। ৫ আগস্টের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মুক্তি পেয়ে শাহবাগ মোড়ে সংবর্ধনা মঞ্চে যান তিনি।
এ কারণে অফিস শুরুর সময়ে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মদিবসে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজট এবং জনদুর্ভোগ হয়। সংবর্ধনা শেষে শাহবাগ থেকে হাজারো নেতাকর্মী, গাড়িবহরসহ মগবাজারে জামায়াত কার্যালয়ে যান দলটির সাবেক সেক্রেটারি জেনারেল। এতে ওইসব সড়কেও যান চলাচল বিঘ্নিত হয়ে ভোগান্তি হয়।
শাহবাগে আজহারের সংবর্ধনা মঞ্চে ছিলেন জামায়াতের আমির ডা.
২০১১ সালের ২২ আগস্ট গ্রেপ্তারের পর প্রায় ১৪ বছর কারাগারে থাকা এটিএম আজহার বলেন, অতীতে আদালতকে ব্যবহার করা হয়েছে। এখন আদালত জনগণের আশার প্রতীক হয়ে উঠেছে। যাদের কারণে মুক্তি পেয়েছি, সেই ৫ আগস্টের মহাবিপ্লবী নায়কদের ধন্যবাদ জানাতে চাই। ছাত্রসমাজই রাজপথে রক্ত ঢেলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অতীতে দণ্ডিত জামায়াত এবং বিএনপি নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যারাই এসব হত্যায় যেখানে যে পর্যায়ে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হোক।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতৃত্বে নয়, ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচার পতন হয়েছে। জাতির প্রয়োজনে এক থাকতে হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী, মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর, আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিলও সংবর্ধনা মঞ্চে ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: র রহম ন শ হব গ অপর ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন