গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
Published: 29th, May 2025 GMT
চট্টগ্রাম নগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা।
এর আগে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য’। এ সময় ‘শাহবাগবিরোধী ঐক্যে’র লোকজন ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এরপর ছাত্র জোটের নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় বাগ্বিতণ্ডার পর আবার হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এ সমাবেশে তাঁরা ‘নব্য ফ্যাসিবাদ, ধ্বংস হোক নিপাত যাক’, ‘৭১–এর শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা’, ‘২৪–এর শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা’ ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রী শাখার সংগঠক আহমেদ মুগ্ধ বলেন, ‘গণতান্ত্রিক কর্মসূচিতে জামায়াত ও শিবিরের হামলা তাদের স্বৈরাচারী চরিত্রকে উন্মোচন করেছে। তারা আবারও প্রমাণ করেছে ছাত্রলীগ আর শিবির আলাদা কিছু নয়।’
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলার সভাপতি ধ্রুব বড়ুয়া বলেন, ‘জামায়াত ও শিবির মূলত তাদের সন্ত্রাসী চরিত্রকে উন্মোচন করেছে। সারা দেশের মানুষকে এদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই।’
বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠন ঈশা দের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (ইউপিডিএফ সমর্থিত) সাংগঠনিক সম্পাদক সুদর্শন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক মাহিদুল ইসলাম প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক ছ ত র জ ট র শত র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে