কালীগঞ্জে চাকরি মেলায় শতাধিক নারীর কর্মসংস্থান
Published: 29th, May 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক চাকরি মেলা। স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের পেশাগত ও স্থানান্তরযোগ্য দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রায় ২ শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী অংশগ্রহণ করেন।
ইএসডিও আয়োজিত এ চাকরি মেলার আর্থিক সহায়তায় করেন ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এছাড়া উপস্থিত ছিলেন ইএসডিও’র গাজীপুর শাখার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।
জানা গেছে, চাকরি মেলায় অংশগ্রহণকারী নারীরা ইএসডিও এর বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের আওতায় বিউটি কেয়ার (লেভেল ২), কম্পিউটার অপারেশন (লেভেল ৩) এবং সুইং অপারেশন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগযোগ্য হিসেবে বিবেচিত হন।
তিনটি ট্রেড্রে প্রশিক্ষিত ১০৭ নারীকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ১১টি প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয়। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের জন্য ঋণ ও সহযোগিতা প্রদান করে। প্রশিক্ষিত নারীদের ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়। যাতে তারা নিজস্ব উদ্যোক্তা উদ্যোগ শুরু করতে পারেন।
নাদিরা আক্তার (২৫) দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের এক তরুণী, সুইং অপারেশন ট্রেডে প্রশিক্ষণ শেষে নরসিংদীর একটি গার্মেন্টসে চাকরি পেয়েছেন। তিনি বলেন, “আমি আগে কখনো ভাবিনি গার্মেন্টসে স্থায়ী চাকরি করতে পারব। ইএসডিও’র প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এখন আমি পরিবারের খরচ যোগাতে সাহায্য করতে পারবো।”
কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের সানজিদা সুলতানা কম্পিউটার অপারেশন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে একটি আইটি প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বলেন, “আমি স্কুল শেষ করতে পারিনি। কিন্তু এখন আমি প্রযুক্তি নিয়ে কাজ করছি। নিজে উপার্জন করতে পারব ভেবে খুব ভালো লাগছে।”
বিউটি কেয়ারে প্রশিক্ষণ নিয়ে স্থানীয় একটি পার্লারে কাজ শুরু করেছেন সামান্তা আক্তার বৃষ্টি। তিনি বলেন, “আগে ঘরের কাজেই দিন চলে যেত। এখন আমি মাসে ১০-১২ হাজার টাকা আয় করতে পারব। এখন থেকে নিজেকে একজন পেশাজীবী ভাবতে পারাটা বড় পাওয়া।”
ইএসডিও’র গাজীপুর শাখার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম বলেন, “আমরা চাই প্রতিটি নারী যেন তার দক্ষতা অনুযায়ী সমাজে নিজস্ব জায়গা তৈরি করতে পারে। এ কর্মসূচির মাধ্যমে তারা শুধু চাকরি নয়, আত্মবিশ্বাস, মর্যাদা ও নতুন জীবন খুঁজে পাচ্ছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরো বড় পরিসরে নারী ক্ষমতায়নের কার্যক্রম চালু করা হবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, “এ চাকরি মেলা শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করেনি, বরং নারীদের জীবনে নতুন আশার আলোও জ্বালিয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়ন এবং সরাসরি চাকরিতে সংযুক্তি- এই উদ্যোগকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও অনুকরণীয় হতে পারে।”
ঢাকা/রফিক/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন