ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাজধানীর সাতটি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নগরীতে রাত ১০টা থেকে দুই ঘণ্টা র‍্যাব–১ এবং রাত ১১টা থেকে চার ঘণ্টা তল্লাশি করবে র‍্যাব–৩।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৩–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‍্যাব-৩–এর দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৩–এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টার এলাকা, হাতিরঝিল, মতিঝিলের আল হেলাল পুলিশ বক্সের সামনে, কাকরাইলে মোড়ে বিশেষ নিরাপত্তামূলক তল্লাশিচৌকি বসানো হবে। এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় শক্তিশালী (রোবাস্ট) টহল মোতায়েন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‍্যাব-৩ সদা তৎপর। এ ছাড়া যেকোনো স্থানে তাৎক্ষণিক তল্লাশিচৌকি স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র‌্যাবের তল্লাশিচৌকি চলমান থাকবে। একই সঙ্গে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৩ সদা প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার রাতে র‍্যাব–১–এর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব–১–এর একাধিক দল রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর উত্তরা হাউস বিল্ডিং এলাকা (যোগাযোগ: ০১৭৭৭৭১০১২২), ৩০০ ফুট সড়কসংলগ্ন কাঞ্চন ব্রিজ এলাকা (যোগাযোগ: ০১৭৭৭৭১০১৩৩) ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইসলামিক ইউনিভার্সিটি–সংলগ্ন এলাকায় (যোগাযোগ: ০১৭৭৭৭১০১৫) নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ