ফ্রেন্ডলি নেইবারহুডের আয়োজনে ১০ তরুণ নির্মাতার সিনেমার বিশেষ প্রদর্শনী আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৫টায় সিনেমাগুলো দেখানো হবে।

আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন ১০ তরুণ সিনেমাগুলো বানিয়েছেন। দীর্ঘদিন ধরে যাঁরা সিনেমা বানানোর স্বপ্ন দেখছেন। সময় বা অর্থের কারণে সেটা কখনো কঠিন হয়েছে। তাঁরাই স্বপ্নের টানে মিলিত হয়েছেন একসুতায়। ১৯ জনের একটি টিম নিয়ে বানিয়েছেন কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি।

‘নেইবারহুড সিজন ১’-এর সিনেমাগুলো হলো কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, আল-আমিন হোসেনের ‘তেলাপোকা’, জাহেদুল হকের ‘হুদাই মিস’, ইবনে নুর রাকিবের ‘হামাংকুলাস’, আদিল ইমামের ‘সোলমেট’, শেখ কৌরাশানীর ‘চা চাই’, মাহমুদা সুলতানার ‘লোক’, ফজলে রাব্বীর ‘ফর সেল’, ইমতিয়াজ হোসাইনের ‘অন দ্য কন্ট্রারি’ ও আবির ফেরদৌসের ‘ইশপাইট।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ