জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন দরকারি তথ্য
Published: 30th, May 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন জমার তারিখ শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করেছে।
দরকারি তথ্য
১. ভর্তি পরীক্ষার তারিখ: ৩১ মে ২০২৫, শনিবার।
২.
৩. ভর্তি পরীক্ষার ধরন: এমসিকিউ পদ্ধতি।
৪. মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৫. ভর্তি পরীক্ষার পাস নম্বর: ৩৫।
৬. ভর্তি পরীক্ষার সময়: ১ ঘণ্টা।
৭. এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
৮. ভর্তি পরীক্ষার সিলেবাস: এইচএসসি পর্যায়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদাভাবে ১০০ নম্বরের পদ্ধতিতে ভর্তি পরীক্ষার হবে।আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: মানবিক শাখা—মডেল টেস্ট-২০৪ মে ২০২৫
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বণ্টন
১. বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার নম্বর:
বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে এইচএসসি পর্যায়ের (বিজ্ঞান শাখার) বিষয়ভিত্তিক ৪০ নম্বর।
২. মানবিক শাখার ভর্তি পরীক্ষার নম্বর:
বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে এইচএসসি পর্যায়ের (মানবিক শাখার)বিষয়ভিত্তিক ৪০ নম্বর।
৩. ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষার নম্বর:
বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে এইচএসসি পর্যায়ের (ব্যবসায় শিক্ষা শাখার) বিষয়ভিত্তিক ৪০ নম্বর।
মেধাতালিকা তৈরি
ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা তৈরি করা হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।
আরও পড়ুনআইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও২২ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় শ ক ষ পর ক ষ র স পর ক ষ য় পর য য় র র ভর ত
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা