কালশিটে চোখ নিয়ে শুক্রবার ওভাল অফিসে দেখা মিলল প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের। তবে বিশ্বের প্রভাবশালী এই ধনকুবেরের এই হাল কী করে হলো তা নিয়ে কৌতূহল দেখিয়েছেন অনেকে। জবাবে টেসলা সিইও জানান, নিজের ছোট ছেলের সঙ্গে খেলার সময় আঘাত পান তিনি।

স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন মাস্ক। পরেছিলেন কালো ‘ডোজ’  টুপি ও কালো পোশাক। এ দিনটি ছিল সরকারের দক্ষতা বিভাগের (ডোজ) প্রধান হিসেবে মাস্কের বিদায়ের উপলক্ষ।

সাংবাদিক ব্রেট স্যামুয়েলস মাস্ককে জিজ্ঞেস করেন তার চোখে কী হয়েছে। উত্তরে মাস্ক বলেন, ‘আমি ছোট এক্সের সঙ্গে খেলাধুলা করছিলাম। ওকে বললাম, ‘চলো, আমাকে ঘুষি মারো।’ ও ঘুষি মারল। দেখা গেল, এমনকি পাঁচ বছরের বাচ্চার ঘুষিও সত্যিই বেশ লাগে।’

ট্রাম্প তখন বলেন, ‘ওটা এক্স করেছে? ও পারে। যদি তুমি এক্সকে চেনো, জানবে ও এটা করতে পারে।’

মাস্ক আরও জানান, এখন এক্স তার মায়ের সঙ্গে আছে। এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে এক্সকে দেখা গিয়েছিল এবং সে প্রেসিডেন্টের সঙ্গে মেরিন ওয়ানেও গেছে।

মাস্ক বলেন, ‘তখন খুব একটা বুঝিনি, পরে দেখি কালশিটে পড়ে গেছে। কিন্তু ওর সঙ্গে খেলাই করছিলাম।’

ট্রাম্প জবাবে বলেন, ‘আমি তো খেয়ালই করিনি।’

এর আগে মাস্ক সাংবাদিকদের বলেন, ‘এখানে একটু চিহ্ন হয়েছে’ বলেই হেসে উঠে নিজের ডান চোখের দিক দেখান।

এ মন্তব্য আসে তখন, যখন ট্রাম্পকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্পর্কে প্রশ্ন করা হয়। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে আঘাত করছেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট বলেন তারা আসলে ‘ঠাট্টা-মশকরা করছিলেন’।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছি। ওরা ভালোই আছে। কী হয়েছে জানি না, তবে আমি ওকে ভালো চিনি, ওরা ঠিক আছে।’

ওভাল অফিসে ট্রাম্প ও মাস্কের যৌথ প্রেস কনফারেন্সে সাংবাদিকরা মাস্কের কথিত মাদক ব্যবহার সংক্রান্ত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রসঙ্গও তোলেন। মাস্ক সেই প্রশ্ন উড়িয়ে দেন এবং সংবাদমাধ্যমটিকে কটাক্ষ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ