Risingbd:
2025-09-18@02:38:27 GMT

৫০০ শিল্পীর ‘যাত্রা বিরতি’

Published: 31st, May 2025 GMT

৫০০ শিল্পীর ‘যাত্রা বিরতি’

প্রায় ৫০০ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদুল আজহার বিশেষ নাটক ‘যাত্রা বিরতি’। বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং আশপাশের গ্রামীণ প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকটির দৃশ্যপট।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় এই ব্যতিক্রমধর্মী নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ প্রায় পাঁচশ শিল্পী।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চযাত্রা ঘিরে, যা ঈদের আগের রাতে সদরঘাট থেকে ছাড়ে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতিজ্ঞানী ভাবলেও সে সাদাসিধে মানুষ। লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন ও তার ছোট বোনের সঙ্গে কিছু ঘটনাকে কেন্দ্র করে তার মনোমালিন্য হয়। শুরু হয় টানাপড়েন।

লঞ্চে রয়েছে আরও বিচিত্র চরিত্র— কেউ দীর্ঘ ১৪ বছর পর প্রবাস থেকে ঈদ করতে ফিরছেন, কেউ কোরবানির জন্য খাসি নিয়ে বাড়ি যাচ্ছেন, কেউ ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে যাচ্ছেন, নতুন বউ প্রথমবার বাড়ি যাচ্ছেন ঈদ করতে, কাজিনদের দল ফিরছে ঈদের আনন্দ ভাগ করে নিতে। সবাই একটাই উদ্দেশ্য নিয়ে যাত্রা করছেন— নাড়ির টানে ঈদে বাড়ি ফেরা।

রাত পেরিয়ে ঈদের সকাল। আনন্দমুখর সেই আবহেই আচমকা লঞ্চে ঘটে দুর্ঘটনা। শুরু হয় চরম উৎকণ্ঠা। যাত্রীরা কি শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছাতে পারবেন? ঠিক এমন দ্বন্দ্ব ও দোলাচল নিয়েই এগিয়েছে ‘যাত্রা বিরতি’র কাহিনি।

নাটকটি নিয়ে অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, “ঈদে অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু ‘যাত্রা বিরতি’ একেবারেই আলাদা অভিজ্ঞতা। লাখো মানুষের ঈদযাত্রা সবসময় আনন্দময় হয় না। আমরা সেটার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। প্রায় ৫০০ জন শিল্পী এই নাটকে অংশ নিয়েছেন, যা খুবই বিরল। কষ্টসাধ্য হলেও দর্শকদের ভালো লাগলে সব শ্রম সার্থক হবে।”

‘যাত্রা বিরতি’ নাটকটি প্রকাশিত হবে ৫ জুন, বিকেল ৫টায়, ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন টকট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ