নাসিরনগরে গরু আনতে গিয়ে নদে ডুবে দুই বোনের মৃত্যু
Published: 31st, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গরু আনতে গিয়ে সিঙ্গার নদের স্রোতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নদের দুটি পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হল গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া আক্তার (১২) ও ফারিয়া আক্তার (৯)। তারা স্থানীয় গোকর্ণ মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। মিনার আলী সৌদি আরবে থাকেন। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
নিহতদের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে আকাশিয়া মাঠে গরু চরাতে যায় মারিয়া ও ফারিয়া। প্রতিদিনের মতো তাদের দুপুরের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গরুগুলো ফিরে এলেও দুই বোন আর ফেরেনি। পরিবার তাদের খোঁজ করতে থাকে। সন্ধ্যা পর্যন্তও কোনো সন্ধান না মেলায় বিষয়টি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
পরে রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে উদ্ধার অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি। পরদিন, অর্থাৎ আজ সকালে নিখোঁজস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বড় বোন মারিয়ার লাশ ভেসে থাকতে দেখা যায়। সকাল ৯টার দিকে ছোট বোন ফারিয়ার লাশ দেড় কিলোমিটার দূরে একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বাড়ি ফেরার পথে বেড়িবাঁধ এলাকায় সিঙ্গার নদ পার হওয়ার সময় স্রোতের তোড়ে পড়ে দুই বোন ডুবে যায়।
গোকর্ণ ইউনিয়ন পরিষদের সদস্য মো.
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশের নদ পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও ফারিয়া। দুই দিনের টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত তৈরি হয়। এ সময় নদ পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এর পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে নদে দুই বোনের লাশ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ