সোহেল মণ্ডলের কন্ঠের কারিশমায় সবাই মুগ্ধ
Published: 31st, May 2025 GMT
গ্রামের ছেলে বাদশাহ। শোক সংবাদ, ওয়াজ মাহফিল, সিনেমার মাইকিং, পণ্যের প্রচারসহ নানা কিছু উঠে আসে তাঁর কণ্ঠে। স্টাইলিস্ট ছেলেটির কণ্ঠের কারিশমা সবাইকে মুগ্ধ করে রাখে। গ্রামের সবাই তাঁর ভক্ত। বিশেষ করে মেয়েরা। এ কারণে ছেলেরা বাদশাহর কাছে অনুরোধ জানায় মাইকিং করে যেন তার ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক করে দেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বাদশাহ দ্য লোকাল হিরো’। এতে বাদশাহ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে প্রথমবার দেখা যাবে তাসনুভা তিশাকে।
সোহেল মণ্ডল তাঁর অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এবার এ নাটকে তাঁকে দেখা যাবে ভিন্নধর্মী চরিত্রে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘বাদশাহ দ্য লোকাল হিরো গ্রামের একটি চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া গল্প। ছোটবেলায় আমরা দেখেছি এক শ্রেণির মানুষ মাইকিং করে। তাঁর জীবনকে ঘিরে থাকে নানা ঘটনা। সেরকমই একটি চরিত্র এটি। ছোট ছোট মজার ঘটনায় আমার চরিত্রটি এস্টাবলিস্ট হয়। বাদশাহর জীবনে প্রেম আসে। এগিয়ে যায় গল্প। আমরা গতানুগতিক গ্রামের যে গল্প দেখি এটি তেমন নয়। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটি নির্মিত হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে। আসছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
অভিনেতা সোহেল মণ্ডল শখের বসে ২০০৬ সালে নাগরিক নাট্যাঙ্গনে যোগ দিয়ে অভিনয় শেখেন। পরে ২০০৯ সালে যুক্ত হন প্রাচ্যনাটে। ছোটপর্দায় দেখিয়েছেন অভিনয় মুনশিয়ানা। ওয়েবে সরব তিনি। চরকির প্রথম সিনেমা ‘ইউটিউমার’-এর ‘জ্যাকসনভাই’, সোহেল মণ্ডল বড়পর্দায় আসেন ২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমা দিয়ে। সিনেপাড়ায় কর্মজীবন ৯ বছরের মতো হয়েছে, অথচ এর মধ্যেই অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয়ের জন্য প্রথমবারের মতো কলকাতার ফিল্মফেয়ার সম্মাননাও পেয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত কর ছ ন ব দশ হ চর ত র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন